বৃষ্টিসুখ

25/09/2012 22:58

 

তপ্ত দুপুরে এসো দাঁড়কাক হই
শোভিত উদ্যান ছেড়ে নেমে আসো পিচঢালা পথে
এখান দিয়েই হেঁটে গেছে আমার পূর্বপুরুষ
দেখিয়েছে, কিভাবে হেঁটে আপাতদৃশ্য না হাঁটা পথে।

একদিন হাজার মাইল দূরের সূর্য্যালোক আমাকে ডেকেছিল অভিসারে
অভিসারী মন, তবু আগ-পিছ না ভেবে বারণ করেছিল 
কারণ ওখানে কেঁচোর ভয়; কেউটেরও
তাই সহজাত পথ অনতিক্রম্য হয়েছিল নিমিষেই।

এ তপ্ত দুপুর জ্বলজ্বলে খুব, লাবণ্যময় গ্রীবা
কমে আসে পথ, কমুক আরো-
তপ্ত দুপুরে আমি দাঁড়কাক হয়ে আজ পকেটে জমাবো সব বৃষ্টিসুখ।

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।