বিবাহিতজন

25/09/2012 23:15

 

দূরে যাও যত দূরে কাছে আসা হবে সহজাত নিয়মে
কাছে আসো তত কাছে যত কাছে আসা যায় আদি নিয়মে
আজ একটা জোনাকপোকা সাক্ষী থাকুক নীরব রাতে
আজ টুইটুম্বুর সাঁকো পাড়ি দেয়া হোক অনন্ত সুখ সঙ্গমে।

মাঝরাতে কেন তবে এত আদিখ্যেতা প্রাগৈতিহাসিক ধারা
দৃষ্টান্তসম যা পূর্বপুরুষের তার বহতা ধারা এই উত্তরপুরুষেও
কেউ কবে করেছে কী নিয়মের ব্যত্যয় শুনেছো কি এমন আজব নিয়ম 
তৃণমূলে যাও ওখানে আছে ফুলের সুঘ্রাণ লুটেপুটে খাও
তবু বলবে না কেউ আজ লুটেরা তুমি- এ যে সহজাত!

ভারবাহী কনুইয়ে ঝড়ের পূর্বাভাস খুলে নিও সব অর্গল
একটা কবিতার তরে জীবনপাত কবিতাই যেখানে উপস্থিত স্বয়ং
ভ্রমণকালের আদিনেশা দেয়ালে দেয়ালে সিগমুন্ড ফ্রয়েড
এ সাক্ষাৎ নিছক ছেলেখেলাই না এ যে গুণগ্রাহীদের উপস্থিতি সরব।

আমাকে একটা বর্ধিত রূপ দাও ভ্রমণজাত, শীর্ষ কিংবা অতল
আজ পুরো রাত থমকে যাক, বাহির নয় অন্তরেই খসুক সমূহ বৃষ্টি জল!

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।