বাহুল্যসম এক

12/09/2012 21:58

 

শামিয়ানার নীচে আন্ধার জড়ানো
উপরে হেসে ওঠে চৈত্রের রোদ
বোধের নৈবেদ্য জড়িয়ে রেখে
আকাশে ভাসে তুলতুলে ক্যানভাস।
ঔপনিবেশিক মাত্রা ভঙ্গ করে ভোরের আলো
ঐশীশক্তির দেখা পেতে এক পা এগুতে যায় সম্যক দৃষ্টিজ্ঞান
এ সব বাহুল্য মাত্র, খোলস ভাঙে প্রতীচ্য মন।
 
আজ এক ফোঁটা বৃষ্টি ঝরুক স্বাস্থ্যসম্মত
এক চিলতে রোদ উঠুক আজ রুগ্নসমেত
জেগে উঠুক প্রান্তিক কাল, স্বজাত্যভিমানে।
এ এক আজব কাল; নৈঃশাব্দিক দ্রুম
আমাকে সম্পৃক্ততা জ্ঞান দেয় স্বতোদীপ্তিমান বোধ
স্বভাব আমি বদলে যাই তুখোড় ভূগোলজ্ঞানে
তাই আজ সব একাকার হবে নীল শামিয়ানায় নীচে
                                গ্রামজ অভিমানে, আন্ধার-আলোসহ।

 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।