বহতা

14/07/2012 19:18

 

দেখে দেখে বেলা যায় অবেলায়
পথচলতি যে পথিক গোণে দেখেনি সাত-সতেরো
এ নিয়ে বিস্মৃতজন বাক্যবাণ ছুঁড়ে- নিজেও
ফি বার দেয়ালে তুলে নবজন্মের বর্ষপঞ্জিকা;
এ সুরমার ঘোলাজল চুল খোলে ভাবতে বসে
সেই কবে প্রসব করেছিল চকচকে নীল।
গতরাতে স্বপ্নদেখে জংধরা পিলার
ভোরের খানিক আগে জেগে ওঠে হা করে বসে সূর্যপানে
অমৃতসন্ধানে; কে কবে ভেবেছে খসানো পলোস্তারাতেও
প্রাণজ সাম্পানের ঢেউ লেগেছে-
শুয়েছিল যে সেও ওঠে বসে
বসা ছিল যে সেও খাঁড়া হয় ঋজুভঙ্গিমায়
পাতা থেকে পাখি, ঘাস থেকে হাঁস আঙ্গুল গোণে
সুরমায় গড়াবে জল নীলাভ নিষ্কলুষ।
 
 
*** রাত আর ঘুমের কৃষ্ণপাঠ (২০০৮) থেকে।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।