পাখিরা

25/09/2012 23:21

 

দ্বিরূক্তি কেবল প্রবল বাতাসে
তাই বাতাসকে বন্দী রেখেছিলাম দরোজার বাইরে
বিন্দুসম বাতাস এসে ঠোকর খায় জানালায়
গর্জে ওঠে গৃহসঙ্গীত,
এখানেও আপত্তি ছিল, স্বভাব আমি বন্ধ করি ভেন্টিলেটর
একটা হৃষ্টপুষ্ট গলি হেসে ওঠে বিকিরিত কিঞ্চিৎ আলো
পড়শিদের চোখ কানা করে খানিক ছায়া দেয় অনুকংপায়ী গাছ।

একটা জানালায় হাজার ছেঁদা ভাসে কেবল জলছাপ
জানালার দখিণে আরেক জানালা কামরেণু কার্ণিশ
ওখানে পড়শিদের ভ্রূকুটি নিরুত্তাপ দুপুর
আদুরে জলপাই খেলা করে কুঁদিত বেলা।

আমার জানালা বাতাস ডাকে, তোমার জানালা বাতাস রুখে
বাতাসের মিত্র সাজে পাখিকুল, তারাও আমাদের কুটুম্ব হয়-
তাই পাখিদের কাছে বসে পাখিসমাজ থেকে দূরে যাওয়া হয় না শুধু!

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।