নীল চাঁদ

09/09/2012 02:22

 

একটা আস্ত চাঁদ, নীলাভ ভীষণ মনের নোঙরে
ঢুকে পড়ে আচমকা বিষাদে নদীর বুকে
বাতাসের ফাঁকে কদাচ চোখ যায়, বিষাদে মাখামাখি
আলগা পথ মাঝপথে, উতলে ওঠে নদীর বুক
খবরটি হয়ত গুরুত্বহীন, তাই ছাপেনি কোন সংবাদপত্র।

সেদিন দখিণা হাওয়ার গায়ে ভেসেছিল একটা টুইটুম্বুর কামার্ত বুক
নগরের অলিগলিতে সারিবদ্ধ মানুষে সারি, উল্লসিত অনলাইনী যুবা
বাতাসের শীৎকার, কপাট বন্ধ উলুখড় অথবা ধ্রুপদী নৃত্য
সব তেড়ে আসে নির্নিমেষ সহজিয়া আদিপোষাকে।

আদিতে অন্ত ছিল না বলে যুবামন আহা কালের কাল
ভবিতব্য ভাবেনি কেউ তাই নগরে নাগরিক হাঁটে উচাটন মনে
একটা আস্ত চাঁদ বিষণ্ণ ভীষণ, পোষাকী ঢঙে নাড়িয়ে দেয় সব
নীল-নীল; নীলে মাখামাখি হয়ে পোয়াতি হয়ে উঠুক সারা বিশ্ব।

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।