নগ্নতা বিষয়ক

12/07/2012 23:28

 

নিজের কাছে মানুষ দৃশ্যত নগ্ন
তাই অপরাপর নগ্নতা খুব বাজে চোখে
মনে মনে উপভোগ শেষে বাতাসে ছুঁড়ে দেয় একগাদা গাল
ইস, কী অসহ্য নগ্নতার উল্লম্ফন!
 
মানুষের একান্ত মনোমুক্ত আকাশ নেই সেই আদিকাল থেকে
অহর্নিশ পরিবর্তিত রূপে রূপায়ন তার যেন বহতা বাতাস
জীবন দৃশ্যত অভিধান এক, তাই সাগ্রহে খুঁজে চলা
নিজেকে নিয়ে, নিজের নগ্নতা আর অপরাপরের দৃশ্যাবলী নিয়েও।
 
একদিন নিজেকে নিয়ে গেলে সাগরের তীরে
দরোজা বন্ধের অভিপ্রায় জাগে একান্ত সময়ে
তাই পাপড়িগুলো মাঝে মাঝে হয়ে যায় অগোছালো পথিক
কিছু শ্লথমাথা পা সামান্য গতি পায় আশ্লেষে
অবকাশ যাপনে আবারো সামনে আসে নগ্ন পা; নগ্নরূপ
বাতাসে হামাগুড়ি দেয় নগ্নতার ক্রিয়াকারণ
ম্রিয়মাণ হয় বাকি সব, অন্ধকারের ওপার থেকে ভেসে আসে খানিক আলো।
 
একটা নগ্ন হাতের চেয়ে বেশি টানে নগ্ন পা
অনবরত ছুটে চলায় পেছনে ডাকে অজানিত গন্ধ
তাই স্বভাব আকর্ষণ গোপন কুটুরিতে বাসা বাঁধে আচানক
চোখে ভাসে নগ্নতা আর নগ্ন সৌন্দর্যকলা-
একদিন নিজের করে নেবো সব, একদিন নিজের হয়ে যাবে সব
একদিনের পৃথিবী তবে হোক নগ্নতার বিমূর্ত চিত্রকলা।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।