জানে অবনত পাতারা

25/08/2012 01:43

 

 

অবনত পাতারা জানে শৃঙ্খলিত গ্রামের মাটি

অবনত পাতারা জানে উল্লসিত রতিক্রিয়া।

 

বর্ষণ শেষে নিরুত্তাপ ভূধারায় নামছে এক কঠোর বাষ্প

ঊর্ধ্বপানে তাকিয়ে থাকে কালের মশাল

তারা উপলব্ধির দরোজায় টোকা মারে

শিক্ষিতজনের শীতলস্নেহে জড়িয়ে নেয় কালের ওম,

তাদের কথা আলাদা যারা আলাদা ভেবেছে নিজেদের

অবজ্ঞায় উপলব্ধি করেছে কিছু স্বর্গীয় গৌরব।

 

আমাদের কল্পউৎসবে হাজির হয়েছিল কিছু সমার্থক শব্দ

বৃষ্টিদিনে তাদের ঈশারায় দেখিয়েছি মেঘদল

আবারো অবনত পাতা আবারো রমণক্রিয়া

আমাকে দেখায়, আমাকে শেখায় জন্মরহস্য।

 

রায়নগর ২৪ অগাস্ট ২০১২।

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।