ঘুম অথবা জাগরণকাল

28/09/2012 11:18

 

জেগে আছে কেউ কেউ

তাই বাইরের আকাশে ক্ষয়িঞ্চু ঝড়

আজ তবে অধর ছোঁয়ে যাক নগ্ন হাত

আকাঙ্ক্ষার ঝড়ে লুটোপুটি খাক বিকেলের মেঘ।

 

শুরুতে ওমন আশ্চর্য বাতায়ন

কুয়াশা জমানো ভোরে হাঁক ছাড়ে শিশির কণা

হালখাতা লিখা আছে বিগত রাতের শেষ বেলায়

এক এক করে একাধিক অথবা সহস্রাধিক রহস্য

এ আমার নয়- যারা বলে তারা আসলেই সম্বন্ধীয় কেউ ছিল না।

 

নিজ থেকে পিতা হয়ে চৌদ্দপুরুষ

দেখিয়েছে সেদিন নিজেদের দিনে কালের ঋতি

তার কিছুটা আলসেমি করে নিজের সাথে

সামনে আসে অবাঞ্চিতজনের জলরঙা শরীর।

 

কেউ নেই, কেউ আছে আর কেউ কেউ গভীর ঘুমে

জেগে আছে যে ছুঁয়েছে সে কালের শরীর

জাগেনি যে শেখেনি কভু সহবাসী সুঘ্রাণ। 

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।