জল

19/07/2012 22:54

 

জলের সাথে জলকেলি খেলে
কিছুটা যৌবন ভাগ করে দিয়েছি মাছরাঙার ঠোঁটে
সদাশয় জল ভোরের প্রারম্ভে কিঞ্চিত আপত্তি জানালেও
প্রভাতের রক্তিম আভায় ঝেড়ে ফেলেছে সমূহ রাগ
কাল দখিনা হাওয়া বেড়াতে এসে শুধিয়েছে
জলসংযোগের সবিস্তার
অথচ আড়চোখের চাহনি হজম করতে গিয়ে
শুষ্কপ্রান্তরে পেয়েছি পিছল অনুভূতি।
 
জলপ্রারম্ভের কিছু শুনিনি কভু
জন্মোত্তর সময়ের জলকেলি অনুভব মাএ,
জলসংযোগ কাঙ্খখিত হলেও জলের নাগাল কোথা;
তবু ভেবে দেখেছি-
জলেই দিশেহারা পূর্বপুরুষী জলযৌবন!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।