ঘুম নিয়ে নির্ঘুম রাতের কাব্যকথন

21/07/2012 01:43

 

একদিন ঘুম ঘুম চোখে আমি পাড়ি দেবো ঘুমের বাড়ি, তাই
দিনকার প্রাত্যহিকতা লুকিয়ে রেখেছিলাম আমি যতন করে
তোমাকে ভেবে ভেবে কত রাতকে রূপান্তর করেছিলাম দিনের রূপে
কত দিনকে দেখিয়ে দিয়েছিলাম রাতের পথ
তবু ঘুম, আকণ্ঠ ঘুম, নিমগ্নতার চাদরে ঢাকা ক্লান্তিহীন ঘুম।
 
ঘুম দাও, হে ঘুমের রাণী আমাকে ঘুম দাও তোমার খলুই থেকে
আমি আজ আমাকে ছেড়ে আমাকে নিয়েই ঘুমুতে চাই জন্মের ঘুম!
 
২,
একদিন সন্ধ্যে হলে সন্ধ্যা নামে পৃথিবীতে
পথচলতি পথিকের চোখে জাগে সন্ধ্যের আকুতি;
একদিন সন্ধ্যে হলে তোমার চোখে ভাসে ঘুমের বলিরেখা
তাই তুমি ঘুম হও, ঘুমের রাণী সেজে বসাও ঘুমের পসরা।
ঘুম আমার পছন্দের খুব নির্ঘুম থেকে থেকে-
তবু তুমি ঘুম হও, ঘুমের রাণী বলে
তোমার কাছে চাইছি আমি একটূকরো ঘুম!
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।