গ্রামীণ ব্যাংক

15/09/2012 02:01

 

দিনে একটাকা করে জমিয়ে রাখো

পরকালে পাবে তুমি সত্তরের নিকাশ,

দিনে একবার করে হলেও সঙ্গম করো

পতিব্রতা নারী আহ্লাদে হেসে মরে-

এ কেমন নিয়ম, ঋতুবর্তী দিনেও?

 

এ আমাদের কর্মবিধি অশিক্ষিত কালরাত্রি

চেটেপুটে খাও, নিদারুন অভিজ্ঞতা আর সত্যাসত্য বিস্ময়

আহ্লাদিত নারী জানে যজ্ঞের ধন, অভিজ্ঞতা সঞ্চয়ে

মাঝে মাঝে লুটিয়ে পড়ে বিপরিত শ্রমে।

 

আমাদের ভিসা দাও, অবাধ যাতায়াত উদ্বাস্তুসম

আমাদের সীমান্ত খোলা, তবু কাঁটাতারের ব্যারিয়ার

গ্রাম্য অভিমানে আমরাও জানি শহুরে হিসাব

সুদ-আসলে সত্তর হোক, দিচ্ছি তবে এইতো ঢের

আমরাও কুটনীতিক হবো, হতে চাই এক রাষ্ট্রনায়ক

এ নিদারুণ কূটচাল নয়, আমিই যেখানে গ্রামীণ ব্যাংক! 

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।