গণিকারা

12/07/2012 21:51

 

কোন এক সন্ধ্যায় আকাশ গাঢ় লাল হলে
এক প্রান্তিক কবি নেমে আসেন পৃথিবীতে
সাথে আশ্চর্য গণিকারা অথচ কেউ তাদের ভাবেনি আগে
স্বয়ং কবিও-
স্মৃতিতে উদীপ্ত গণিকা যৌবনে ঢুলু ঢুলু
প্রেম ছুঁয়ে যায় অধর ধরে রাতের অন্ধকারের মত
এক রাত, দুই রাত করে কয়েক গণ্ডা রাত হয়ে এলে
নুয়ে পড়ে দখিনা বারান্দা, ঝুলে পড়ে কলমীর বন
দুর্ব্বাঘাসে কয়েক ফোঁটা মধুরস চিৎকার করে;
কামমুগ্ধতায় যারা জেগেছিল তারাও জানেনি ইতিবৃত্ত
তাই মুগ্ধতা মিইয়ে আসলে সবাই পথে নামে- বাড়ির পানে।
 
এটা হতে পারতো শুধুমাত্র সন্ধ্যার গল্প
কিন্তু প্রদীপ্ত গণিকার হাত ধরে তার বয়স বাড়ে
তাই মাঝরাতে শহরবাসী ঘুমালেও শহরখেকোরা ঘুমায়না
গণিকার হাত ধরে শহরের ওপারে গড়ে নেয় আরেক শহর।
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।