এক বেপথু ফুলের গল্প

19/07/2012 22:54

 

বারান্দায় ঝুলে আছে ফুলের টব
ছড়াচ্ছে গন্ধ আমৃত্যু মেকি এক
রোদের দেখা কোনকালে পায়নি বলে
কোন জনমেও এতটুকু প্রাণের পরশ লাগেনি গায়ে
তবু তাকে ফুল বলে জানে সবে-আমিও
বাগান ছেড়ে আশ্রয় নিয়েছে সে ছাদের তলে
ওখানে কীসের ভয়-কীটের? জানেনি কেউ
দিনে দিনে কতদিন যায় তবু ঝরে না
যেন ধর্মভোলা এক বেপথুজন।
কতগাছ নুইয়ে পড়েছে গত কালবৈশাখিতে
কত কীটের দংশনে মাটির বুক দেখেছে কত পাপড়িমালা
কত শোক মিছিলের শোভা বাড়িয়েছে কতশত তোড়া
অথচ আশ্চর্য তুমি এক শুধু শুধু আশ্রয় খোজ টবের বুকে।
 
হে ফুল,অতিশয় চিরজীবি ফুল
কে কবে শিখিয়েছিল তোমায় ধর্মভোলার
কে কবে দেখিয়েছিল পথ পথহারাবার
এক অনুভূতিপ্রবণ সুহৃদ আমি
একবার সাইরেন বাজিয়ে দেখাও তোমার সমূহ ঋতুকৌশল!
 
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।