আশ্রয়

14/07/2012 19:16

 

হাসিনি সেদিন বলে আজো মুখে নেই হাসি
জরা খরা পীড়া ক্রমবর্ধমান দুঃখ রাশি রাশি
অপুষ্ট দেহ পথের বাঁকে জীর্ণ শীর্ণ হাত
রৌদ্রতাপে তামাটে রঙ আর ক্ষিধে প্রাণপাত।
 
অতিকায় শ্বাপদ ঘরে বাইরে গিলে ফেলে সবি
আত্মত্যাগ যখন বাতিলের খাতায় গুমরে কাঁদে কবি
প্রতিবাদি যুবকন্ঠ দূর্বল ভেবে আশ্রয় খোঁজে ঘরে
দখিনা হাওয়ায় মাতম ওঠে ঢেউ খেলে চরাচরে।
 
কান্নার রোল দেখেছি শুধু হাসিনি প্রাণ খোলে
দুঃখগাঁথার কবর দিয়েছি গিয়েছি সব ভুলে
চেতনার মুক্তি দেব বলে নিয়েছি শপথ এক
আমি থেকে আমরা আজ হয়ে যাবো প্রত্যেক।
 
স্মৃতির সৌধ আকাশমূখি মনের মুকুরে,
ব্যথিত সময় আশ্রয় নে' মজা পুকুরে।
 
*** রাত আর ঘুমের কৃষ্ণপাঠ (২০০৮) থেকে।
Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।