অবাক প্যাসেঞ্জার

25/09/2012 23:31

 

সেই কবে ছেড়ে দিলে ট্রেন, আমি ছিলাম তার প্যাসেঞ্জার
মালবাহী গাড়ির মত বয়ে নিয়েছিলাম সমূহ সম্পদ
একটা সম্পদ মস্ত ছোঁয়াচে, ছ্যা ছ্যা করে খুঁজে নেয় আবর্তন
বাকিগুলো সব নিতান্ত ছাপোষা নিজেদের গুটিয়ে রাখে বল্কলে।

রোজ রোজ মাথা ধরে, অসহ্য ভীষণ ইস্টিশনের ধারে
আলতো ছোঁয়ায় মন ভরে না, জাবর কাটে হিসহাস
অসহ্য নরোম মেয়েলী স্বভাব নাম লিখিয়েছে ঘুণ পোকা স্তরে
কেউ কেউ যায় নিজেদের পথে, বাকিদের পথ আমারই পথে।

আমার পথ কুণ্ডলী পাকিয়ে থামিয়েছে দূরপাল্লার ট্রেন 
অপরাপর পথে দিশেহারা কুকুর, সমুচ্চ ঘেউ ঘেউ 
ইস্পিত আবর্তন জেনে ভয়ে গুটিসুটি আপনার পৃথিবী
নিতান্ত সঙ্গোপনে কড়া শ্বাস নিই ফের ডুবুরী বাতাসে।

সম্পদ জেনে আহরিত সব, সম্পদ মেনে উড়িয়েছি ফানুস
ছেড়ে দিক ট্রেন, আসবে আবারো- 
রোজকার মত আমি তবে থেকে যাব অবাক প্যাসেঞ্জার!

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।