প্রথম আলো ব্লগের সাক্ষাতকারভিত্তিক দ্যা হটসিট

01/01/2013 14:43

ব্লগিং করছি অনেক দিন ধরে। সেই হিসেবে অনেক ব্লগারের সাথে পরিচয় এবং জানাশোনা। প্রথম আলো ব্লগে অনেক দিন ধরে ব্লগিং করেছি, করছি। আলো ব্লগের একটি জনপ্রিয় পোস্ট দ্যা হট সিট। ব্লগার নীল সাধু এই পোস্টের আয়োজন করতেন। এখানে ব্লগারেরা প্রশ্ন করেন এবং অতিথি তার উত্তর দেন। ১০ মার্চ ২০১২ বসেছিলাম আমি। সেই পোস্টের যাবতীয় এখানে:

 

দ্যা হট সিট ৩৭তম পর্ব - আজকের অতিথি ব্লগার কবির য়াহমদ

প্রথম আলো ব্লগ এক অচেনা সুতোর বন্ধন। আমরা অনেকেই হয়ত এখন পর্যন্ত অনেক প্রিয় মুখকেই দেখিনি, কিন্তু ব্লগের সাদা পাতায় কাল অক্ষরে তাকেই মনে হয় কত আপন। তার পোষ্ট পড়ে, মন্তব্য পড়ে আগ্রহ সৃষ্টি হয় প্রিয় সেই মানুষটি সম্পর্কে জানার। যা কোন মতেই হয়ে উঠেনা কারণ ব্লগ ভার্চুয়াল। একেকটি নিকের আড়ালে একেকজন ভিন্ন মানুষ। জানার এই অদম্য আগ্রহের কথা ভেবে প্রিয় ব্লগারকে জানতে, তার কথা শুনতে, তার পছন্দ অপছন্দ, শৈশব কৈশোর, স্বপ্ন আশার এর কথা শুনতে আমাদের এই লাইভ আড্ডার আয়োজন; দ্যা হট সিট~ প্রথম আলো ব্লগের জনপ্রিয় অনুষ্ঠান।

আজকের এই পর্বে অতিথি হিসেবে আছেন প্রথম আলো ব্লগের জনপ্রিয় ব্লগার –
নন্দিত
প্রিয় কবি কবির য়াহমদ

তিনি মুলতঃ কবি। অসাধারণ সব কবিতা পোষ্ট দিয়ে প্রথম আলো ব্লগের একজন জনপ্রিয় ব্লগারে পরিণত হয়েছেন; হয়েছেন অনেকের প্রিয় ব্লগার। দীর্ঘদিন ধরে ব্লগিং করছেন। বাংলা ব্লগিং কমিউনিটিতে তিনি এক পরিচিত প্রিয় মুখ।

১ম কাব্যগ্রন্থঃ রাত আর ঘুমের কৃষ্ণপাঠ (২০০৮)
২য় কাব্যগ্রন্থঃ আমাদের ঈশ্বরের অ্যাপয়েনমেন্ট দরকার (২০০৯)
প্রকাশিতব্য কাব্যগ্রন্থঃ জলপতনের শব্দে কাঁপে জলশরীর!

পেশাগত জীবনে এক কর্পোরেট চাকর! কাজ করি, কাজ করে যাই; পেটের তাগিদে।

আজ দ্যা হট সিট~ এ কথা হবে - আড্ডা হবে ব্লগার কবির য়াহমদ এর সঙ্গে।

আড্ডা শুরু পুর্বে তার ব্লগে কি লেখা আছে তা জেনে নেই আসুনঃ-

আমার পূর্বপুরুষ বলেছিলো তোমার নাম হবে কবির। তুমি এ নামেই পরিচিত হবে! সেই থেকে আমি কবির;কবির য়াহমদ!
আমি নিজে নিজেকে নিয়ে বেশিরভাগ সময়ই ভাবি অথবা ভাবি না কোনো সময়েই। কিন্তু তবু আমি কবির। মরার আগ মুহুর্ত পর্যন্তই কবির! আমার আর কোন পরিচয় নাই। বাবা-মা'র দেয়া নাম ছাড়া অর্জন করতে পারিনি আর কিছুই। তবু আমি চেষ্টা করছি! কী চেষ্টা করছি সেটাও জানিনা। এ এক অদ্ভুত নিয়ম হয়তো! আমরা নিজে নিজেকে খুঁজি, ভাঙি-গড়ি! আমার পরিচয় আর নিজে নিজেকে নিয়ে লিখেছিলামঃ

কায়মনোবাক্য কায়মনোবাক্যে জড়ায়
একদিন দিন হয় প্রখর রৌদ্রতাপে
জানালার আরশীতে দেখে যায় সে আপনার মুখ
এ মুখ পোড়ামুখি সাজে অবেলার তরে
বেলা বেলা কত বেলা যায়
আমার সময় হয় না কেবল বেলা ধরার!

জন্মে জেনেছি আমি জন্মালেই হাটা ধরা হয়
হেটে যাওয়া পথে, এ পথ বন্ধুর কোনো
পূর্বপুরুষের দেখানো পথ তবু হাটা ধরা চাই নূতন করে
তাই জন্মান্ধক্ষণে সামনে আসে আমার নিশ-পিশ করা হাত,
হাতে হাতে হাত পাতে একটূকরো জলে জমে সখ্যতা
জলে জলে জলকেলি বেলা জানে বেলাময় খেলা
এ এক আচানক কোনো আমাকে নিয়ে খেলে
আমি খেলি তার ছলাকলা নিয়ে-
আমাকে হারায় আমার খোলস; এক নিরীহ কর্পোরেট চাকর।

আমার বলে দেয়া কাল কাল রাতে ঝড় হয়েছিল
ওড়াতে চাইছিল সমূহ কাল তবু মাঝপথ মাঝপথে থামে
পথে পথে আর একটা পথ যোগ দিলে
এ অহর্নিশ পথে থামে এক বেকুব কবি।

শুনেছি, আমার অবিশ্রান্ত সময়ে আমাতে বিতর্ক হয়েছিল
অন্তঃস্থ “আ” নিয়ে। আমিও বলেছি আমি ঠাঁঠ না বাইরের
নাচিনি কোনকালেও বাঈজী নাচ তাই কোন হাতেও ওঠেনি কোন উপঢৌকন
নিজে নিজেতে একেশ্বর হয়েও সব কালের কাছে হয়েছি নত
ক্ষমা চেয়েছি নিজেতে করজোরে একান্ত নিজস্বতায়
আমি আমাতে সমর্পণ করে তোমাদের কাছে বলেছি দৃঢ়তায়
আমিই কেবল আমাকে জানি তাই চুপি চুপি বলি
চলো নষ্ট হই, নষ্ট হয়ে যাই নিজের মাঝে আপনাকে বিলোনোর কালে,
আমার হাতে জন্মে আর এক হাত পায়ে জাগে আর এক পা
মগজে মগজে জন্মায় নূতন কবির আচানক কবির
নষ্টের সংজ্ঞা পাল্টে যায় আমার হাতে, স্বভাব কবিরের হাতে
এ এক আজব কাল তাই আমিই কেবল বলে দিতে পারি
এ আমার পূর্বপুরুষের দায় কবির করেছে বলে তাই শেষবেলায় এসে
কবিরের কাছে কবির হারে খোলস পাল্টে হয় য়াহমদ
____________এক সাদামাটা কবির য়াহমদ।



ব্লগার কবির য়াহমদ এর অবস্থান ঢাকায়।
তিনি প্রথম আলো ব্লগে আছেন ২ বছর, ৭ মাস, ৯ দিন, ৫ ঘন্টা, ৩৪ মিনিট
ব্লগে তিনি এ পর্যন্ত সর্বমোট ২৯২ টি পোষ্ট দিয়েছেন।
সর্বমোট মন্তব্য করেছেন ১৩,০৮৪ টি।

তার প্রিয় ব্লগারের তালিকায় ২৭ জন সহ ব্লগার রয়েছে। প্রিয় পোষ্টের তালিকায় বহু পোষ্ট রয়েছে। তার সম্পর্কে আরও জানতে ক্লিক করুন এই লিংক। ব্লগার কবির য়াহমদ এর ব্লগবাড়ী।
আপনারা প্রশ্ন করে যাবেন; অতিথি যতক্ষণ সময় দিতে পারে আপনাদের তিনি তা দেবেন। তা হতে পারে ১০ মিনিট, ৩০ মিনিট অথবা ২, ৩, ৪ ঘণ্টা। হয়তো তিনি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর জানাতে নাও পারতে পারেন। ধৈর্য ধরুন তিনি সময় করে সব প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই। আপনাদের যা জানতে ইচ্ছা করে তাই নিয়ে প্রশ্ন করুন। প্রশ্নের বিষয়ে কোন ধরা বাধা নিয়ম নেই তবে ব্লগারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়-তিনি উত্তর দিতে কুণ্ঠিত বোধ করবেন এমন প্রশ্ন না করলে ভালো হয়।

সুপ্রিয় ব্লগার বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন।
নিজে প্রশ্ন করুন; অন্যজনকে প্রশ্ন করতে উৎসাহিত করুন।
আড্ডা জমিয়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।

শুভ প্রথম আলো ব্লগিং।
প্রথম আলো ব্লগ হোক আমাদের সকলের ভালোবাসার ব্লগ।

হট সিটের পূর্ববর্তী কোন অতিথির সম্পর্কে জানতে হলে ক্লিক করুন নিম্নোক্ত লিংকে -
১ম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার আসমা সুলতানা মিতা
২য় পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার জ. ই. মানিক
৩য় পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার কুহক
৪র্থ পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার বিষাদনীলিমা
৫ম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার রশীদ জামীল
৬ষ্ঠ পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ইলা
৭ম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার দেবব্রত মুখোপাধ্যায়
৮ম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার নাসির আহমেদ কাবুল
৯ম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার সানশাইন
১০ম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার রাখী
১১তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার রিনঝিন
১২তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার মোঃ মাজারুল ইসলাম
১৩তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ঈশিতা জুলিয়া
১৪তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার মোঃ জহিরুল ইসলাম
১৫তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার কে, এম, ওমর ফারুক
১৬তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ড. কৃষ্ণ জি নাথ
১৭তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার আল ইমরান
১৮তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার বিকাল
১৯তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার দেবানন্দ
২০তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার সাইফ ভূঁইয়া
২১তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার সিলভিয়া চৌধুরী
২২তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার সাইফ সাইমুম
২৩তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার তাহমিদুর রহমান
২৪তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার বিষন্নতা!
২৫তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ডাঃ সুরাইয়া হেলেন
২৬তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার আশরাফুল কবীর
২৭তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার মোঃ মুজিব উল্লাহ
২৮তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার মোঃ শামসুল আরেফিন
২৯তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার নীলসাধু; পোষ্টটি দিয়েছিলেন আল ইমরান
৩০তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ফৈরা দার্শনিক
৩১তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার জাহেদ-উর-রহমান
৩২তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার পাপলু বাঙ্গালী
৩৩তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ব্লগার কে এম আব্দুল মোমিন
৩৪তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ব্লগার শাহিদুল হক
৩৫তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ব্লগার অজানা পথিক
৩৬তম পর্বের লিংক। অতিথি ছিলেন ব্লগার ব্লগার রিয়া হাবিব
 

২৫৭ টি মন্তব্য
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১২:১১
শুভেচ্ছা ও অভিনন্দন কবির ভাই
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:২৫
ধন্যবাদ আর শুভকামনা প্রিয় মুজিব ভাই।
আশরাফুল কবীর১০ মার্চ ২০১২, ১২:১৮
#প্রিয় কবির য়াহমদ ভালবাসা ও অভিনন্দন নিন। নীলদাকে জানাচ্ছি আন্তরিক ভালবাসা ও সকলকে বসন্তের শুভেচ্ছা।

#আমি নিরবচ্ছিন্ন পাখিদের গান শুনছি কিন্তু তাদের লোকেট করতে পারছিনা, শুধু মনে হচ্ছে দূর দূরান্তরে তাহারা উড়ে বেড়াচ্ছে, ধরা দেবার নাম নেই। অনুভুতি কেমন কেমন মনে হচ্ছে...আচ্ছা পাখিরা এমন কেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৩০
ধন্যবাদ প্রিয় আশরাফুল কবীর ভাই।

নিরবচ্ছিন্ন পাখিরা অদ্য তাদের বাসা খুঁজে নিয়েছে অদ্য তাই একা হয়ে যাই মাঝে মাঝে!
যে পাখি দূর আকাশ চেনে সেও চেনে আবার বাসা ফেরার পথ!
তাই তারা আকাশ গহীনে উড়ে গেলে ফিরে আসে ভালোবাসার টানে।
আমি তাদের ভালোবাসার দিকে মুখিয়ে আছি সে কবেকায় থেকে।

পাখিরা এখন মেলেছে ডানা আকাশে; আমি তাদের ডাকছি না সেভাবে।
আমি জানি তারা আবারও ফিরবে!
তাই অপেক্ষায় থাকা হোক তাদের!

শুভকামনা জানবেন
লিপি চৌধুরী১০ মার্চ ২০১২, ১২:১৯
এখানে দেখছি বইয়ের সংখ্যা দুইটি। কিন্তু মনে হয় ৩টি। কারণ এবারের বইমেলা থেকে একটি বই কিনেছিলাম। যে বইয়ের নাম এখানে নাই। প্রকৃত তথ্য কি?
নীলসাধু১০ মার্চ ২০১২, ১২:২৬
আমি নিজেও ভেবেছি। এই তথ্য আমি সংস্লিষ্ট ব্লগারের প্রোফাইল থেকে নেই। সেখানে কবির তথ্য সম্ভবতঃ আপডেট করিনি। আমি নিজেও এই বই মেলায় তার প্রকাশিত নতুন বই নিরবচ্ছিন্ন পাখিসমূহ কিনেছি।

আমি আপডেট করে দেব পোষ্ট।
ধন্যবাদ।
ভালো থাকুন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৩২
হ্যা, বইয়ের সংখ্যা ৩টি।

প্রোফাইল আপডেট ছিলো না।
এখন আপডেট করে নিলাম।

অনেক ধন্যবাদ আপনাকে।
নীলসাধু১০ মার্চ ২০১২, ১২:২২
শুভেচ্ছা এভং অভিনন্দন প্রিয়কবি কবির য়াহমদ।

আজকের পোষ্টের মাধ্যমে পুরাতন ব্লগার যারা প্রথম আলোর প্রায় শুরু থেকে ব্লগিং করছেন তাদেরকে অতিথি করে আনার প্রক্রিয়া শুরু হল। ইতিমধ্যে কয়েকজন অতিথি হয়ে এসেছেন - আশা করছি আরো যারা আমাদের সঙ্গে নিয়মিত ব্লগিং করছেন তারাও আসবেন অতিথি হয়ে।

শুভেচ্ছা সবার জন্য।
ভালো থাকুন। আমি আছি সবার সাথেই।
আশরাফুল কবীর১০ মার্চ ২০১২, ১২:২৬
আজকের পোষ্টের মাধ্যমে পুরাতন ব্লগার যারা প্রথম আলোর প্রায় শুরু থেকে ব্লগিং করছেন তাদেরকে অতিথি করে আনার প্রক্রিয়া শুরু হল। ইতিমধ্যে কয়েকজন অতিথি হয়ে এসেছেন - আশা করছি আরো যারা আমাদের সঙ্গে নিয়মিত ব্লগিং করছেন তারাও আসবেন অতিথি হয়ে।

#অনেক অনেক নান্দনিক একটি খবর। ব্লগটি মনে হয় নূতনরূপে আবারো জাগছে। তাদেরকে স্বাগতম জানানোর জন্য মঞ্চ প্রস্তুত....গন্ধরাজের শুভেচ্ছা সকলের জন্য...জয়তু প্রথম আলো ব্লগিং
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৩৩
ধন্যবাদ অনেক নীল সাধু ভাই।
আসলে নিজের ব্যস্ততার কারণে খুব একটা সময় দেয়া হয়ে উঠেনা।
কিন্তু যখনই অন লাইনে আসি একটা ট্যাব ঠিকই খুলে রাখি প্রথম আলো ব্লগের।
মনে হয়ে একেই ব্লগীয় শেকড়ের টান বলে।
লিপি চৌধুরী১০ মার্চ ২০১২, ১২:২৪
ব্যক্তিগত জীবনে কি করেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৩৪
ব্যক্রিগত জীবনে একজন কর্পোরেট চাকর।
একটা বিদেশি ব্যাংকে কাজ করি।

শুভকামনা জানবেন
জিতু চৌধুরী (বিলিভার)১০ মার্চ ২০১২, ১২:২৮
কবির ভাই, সালাম রইল।
জিতু চৌধুরী (বিলিভার)১০ মার্চ ২০১২, ১২:৩৩
এমন কারো নাম বলবেন- যিনি/যারা আপনাকে প্রভাবিত করেছিলেন?

সবার চাইতে কাকে বেশি পছন্দ করেন এবং কেন করেন?

এমন কোন ঘটনার উল্লেখ করুন যা- আপনার বিশ্বাস গঠনে প্রভাব ফেলেছে বলে মনে করেন ?

এমন কিছু গান, কবিতা, বই এর নাম বলুন যা আপনি অপর’কে পড়তে; দেখতে বা শুনতে বলবেন ?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৪১
ওয়ালাইকুমুস সালাম এবং সেই সাথে সালাম আপনাকেও।
অনেক দিন পর সরাসরি কথা হচ্ছে বলে ভাল লাগছে।


এমন কারো নাম বলবেন- যিনি/যারা আপনাকে প্রভাবিত করেছিলেন?
সেভাবে একক কেউই কাউকে প্রভাবিত করেনা।
তবে এটা নির্ভর করে সময় ও পারিপার্শ্বিকতার উপর।
সময়ের সাথে সাথে অনেকেরই অনেক কিছু থেকে আমি শিখেছি; শিখছি এবং শিখবোও।
আমার মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে দেশ সম্পর্কে জেনেছি।
আমার একজন শিক্ষক (ফণী স্যার) এর কাছ থেকে অনেক কিছুই শিখেছি।
কিছু বন্ধুর কাছ থেকে শিখেছি কিভাবে বন্ধুত্বকে ধরে রাখতে হয়।
কিছু বন্ধুর কাছ থেকে জেনেছি কেউ খারাপ ব্যবহার করলেও পাল্টা সেভাবে করতে হয়না।
কিছু কলিগের কাছ থেকে শিখেছি কিভাবে একজন ভাল কলিগ হওয়া যায়।
কিছু কলিগের কাছ থেকে শিখেছি কিভাবে কিছু জিনিসকে গুরুর্ত্ব দিতে হয়না।
কিছু ছোট ও বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি সবাইকে কিভাবে সমানভাবে দেখতে হয়।
কিছু রাস্তায় থাকা মানুষজনের কাছ থেকে শিখে কিভাবে মানবতার দীক্ষা নেয়া যায়।
আসলে সেভাবে বললে অনেক কিছুই বলা যেতে পারে।
আমার পরিবারের কাছ থেকে শিখেছি কিভাবে সামজিক হতে হয়।

সুতরাং এক কথায়ই বলতে পারি আমি এই সমাজকে দেখছি, শিখছি আর সেখান থেকেই নিয়ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছি।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৪৭
সবার চাইতে কাকে বেশি পছন্দ করেন এবং কেন করেন?

আমি আমার বাবা-বাবা আর ভাই-বনদের অসম্ভব রকমের শ্রদ্ধা আর পছন্দ করি।
তাদের বাইরে সবাইকে যারা আমাদের সমাজের এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে তাদেরকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে থাকি।

কেন করি এটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার।
মাঝে মাঝে মোবাইলে চার্জ থাকেনা আমার।
তখন আমার পরিবার পরিজন অনেক বেশি চিন্তায় পড়ে যায়।
এর কারণ হতে পারে আমি এখন যেখানে আছি সেখানে আমার পরিবার সাথে নাই।
দেশ-বিদেশ থেকে যেভাবে ফোন আসে সেটা ভালোবাসার প্রতিফলন।
আমার মোবাইল অন হবার পরে দেখি প্রায় শ'খানেক কল এলার্ট।
তখনই আমি বুঝে থাকি তারা কতটুউ মিস করছিল আমাকে কি দুশ্চিন্তায় থেকেছিল তারা।
মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে গেলে কাউকেই জানাই না।
কিন্তু ঠকই আমাকে ফোন করে বসে আমার ভাই বোন।
তারা কেমনে যেন বুঝতে পারে আমি ঠিক ছিলাম না।
এ অসাধারণ অনুভুতি।

তাই তাদের ভালোবাসি খুন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৫০
এমন কোন ঘটনার উল্লেখ করুন যা- আপনার বিশ্বাস গঠনে প্রভাব ফেলেছে বলে মনে করেন ?
সেভাবে আসলে ভেবে দেখিনি।
তবে প্রতিটি ছোট-বড় ঘটনা যা সচরাচরর ঘটছে তাও কোণ না কোনভাবে প্রভাব ফেলছে; ফেলেছে আমার উপর।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৫৭
এমন কিছু গান, কবিতা, বই এর নাম বলুন যা আপনি অপর’কে পড়তে; দেখতে বা শুনতে বলবেন ?

দেশের গানগুলো আমার কাছে অসম্ভব আবেগ আর ভালোবাসার মনে হয়।
তাই নিজে গানগুলো শুনি, দেখি আর সুযোগ পেলে কাউকে বলি তা করতে।

কবিতাকে আমার কাছে মনে হয় এটা ভিন্ন ভিন্ন জনের কাছে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়।
তাই আমার কাছে যা এখন ভালো লাগছে একটু পরে তাও আবার অন্যভাবে মনে হয়।
তাই অনেক অনেক কবিতা আমার কাছে ভালো লাগে।
কিছু কবিতা আছে যা যুগে যুগে চিরজাগ্রুক হয়ে আছে তা আপনিও জানেন।
সেগুলো অনেক ভাল লাগে।
গুণের কবিতার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে।

বইকে আমি সেভাবে দেখিনা।
সব বইই আমার কাছে ভাল লাগে যদি দাগ কাটে সেভাবে।
তাই এখানে আলাদা করে কোণ কিছুকে ইল্লেখ করতে চাইছিনা।
আমি মনে করি কবিতা আর বইকে সেভাবে ভালোলাগা মন্দ লাগার মধ্যে সীমাবদ্ধ করে দেয়া উচিত না।

অনেক ধন্যবাদ
জিতু চৌধুরী (বিলিভার)১০ মার্চ ২০১২, ১৪:৪৮
অনেক ধন্যবাদ এবং শুকরিয়া ।
ভাল থাকবেন সতত।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:১৭
আপনিও ভাল থাকুন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৩২
তাই তাদের ভালোবাসি খুন।


খুব হবে
সফেদ কুহেলি১০ মার্চ ২০১২, ১২:৩২
কবির ভাই লালগোলাপের শুভেচ্ছা, সাথে নীলদাকে সাধুবাদ। শুভ হোক হট সিটিং
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১২:৪৮
আপনাকে ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্যে।
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১২:৩৪
কবিরভাই, আজ আপনার জন্য আমার প্রশ্ন অনেক:
১। কবিতা ও কুবিতার মধ্যে পার্থক্য কী?
২। কবিতায় অশ্লীলতা বলতে আপনি কী বুঝেন?
৩। তড়িঘড়ি করে অনেকেই বইমেলায় বই প্রকাশ করে। এটা কী ঠিক?
৪। ব্লগগুলোতে কতবার পঠিত এ অপশানে ব্লগার নিজে কতবার নিজের পোস্টে আসছেন এ অপশান থাকা উচিত বলে আমি মনে করি। আপনার মতামত জানতে চাই।
৫। `যে কোন ব্লগে বর্তমানে কোন অনিয়মের বিরুদ্ধে নিজের মনের অভিমত প্রকাশই অশ্লীলতা` আমার এ বক্তব্য সম্পর্কে আপনার মতামত জানতে চাই

বাকিগুলো আস্তে আস্তে করব...
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:০০
১। কবিতা ও কুবিতার মধ্যে পার্থক্য কী?
কবিতা কবিতাই!
কুবিতার প্রাতিষ্ঠানিক/ আভিধানিক অর্থ সেভাবে জানা নাই।
তবে কুবিতার কু যদি হয় নেতিবাচক অর্থে তবে সে উত্তর আপনার কাছ আছে; আমি না হয় মুখ দিয়ে নাইবা কিছ বললাম!
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:০২
২। কবিতায় অশ্লীলতা বলতে আপনি কী বুঝেন?
কবিতা আসলে শিল্প মাধ্যম।
কবিতায় যদি শিল্প না আসে তবে যাই হোক সেটা কবিতা হতে গিয়ে হতে পারেনা।
যদি শিল্পই না হয়ে থাকে তবে একে আর শ্লীলতা আর অশ্লীলতার মাঝে ভিবাজনের সুযোগ থাকেনা।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:১০
৩। তড়িঘড়ি করে অনেকেই বইমেলায় বই প্রকাশ করে। এটা কী ঠিক?
কোন কিছুতেই তড়িঘড়ি করা উচিত না।
আমি নিজে কোন কিছুতেই তাড়াহুড়ো করিনা।
তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যে এ বুতিক্রম যে হয়না তা নয়।
তবে আমি মনে করি বই প্রকাশের জন্যে অপেক্ষা করা উচিত।
অপেক্ষা করলে অনেক ভাল ফল পাওয়া যায়।
কিছু সময় হাঁতে নিয়ে কাজ করা যায়।
কারণ আজ যা প্রকাশ হচ্ছে তা কালের কাছে দলিল হয়ে যাচ্ছে।
প্রকাশ হবার পরে তা উপর কাজ করার খুব একটা সুযোগ থাকেনা।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:৩৩
৪। ব্লগগুলোতে কতবার পঠিত এ অপশানে ব্লগার নিজে কতবার নিজের পোস্টে আসছেন এ অপশান থাকা উচিত বলে আমি মনে করি। আপনার মতামত জানতে চাই।

এ বিষয়ে দুই পক্ষের দুই ধরনের বক্তব্য থাকতে পারে।
যখন পাঠক ভিজিটর তখন চাইবেন এটা বাস্তবায়ন হোক।
কিন্তু যখন কর্তৃপক্ষ নিজেদের দিকটা দেখছেন তখন ভাববেন তখন ভাবছেন এতে করে কী গোমর ফাঁস হয়ে যাচ্ছে না ত!
বর্তমানে বেশিরভাগ ব্লগেই ইউনিক ভিজিটিং ফিগার দেখায়না।
যারা অফলাইনে থেকে ব্লগে আসছেন তখন তাদের ব্যাপারটি কি হবে!
তবে আমি মনে করি যারাই ব্লগে আসছেন তাদের আইকনটি যাতে দেখাবার ব্যবস্থা থাকে।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:৩৭

৫। `যে কোন ব্লগে বর্তমানে কোন অনিয়মের বিরুদ্ধে নিজের মনের অভিমত প্রকাশই অশ্লীলতা` আমার এ বক্তব্য সম্পর্কে আপনার মতামত জানতে চাই

এটা বাস্তবতার একটা প্রতিফলন।
দেশে খুব বেশি ব্লগ কর্পোরেট প্রতিষ্ঠানের নয়।
অনেক ব্লগ ব্যক্তি পর্যায়ের।
এখানে ব্যক্তির পছন্দ-অপছন্দের ব্যাপার চলে আসে।
যা আসা উচিত নয়।
ব্লগার যখন মডারেটর অথবা মোডারেটর যখন ব্লগার তখন তাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্যাপারটি দেখতে হবে।
বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না- এটাই দুর্ভাগ্য!
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৩:৪০
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
দুকূল রক্ষা করে এগোচ্ছেন
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:৪৫
দু'কুল রক্ষা!
হা হা হা!
সফেদ কুহেলি১০ মার্চ ২০১২, ১২:৫২
প্রথম আলো ব্লগারদের ২১ দফা প্রাণের দাবি সম্পর্কে ব্লগ কতৃপক্ষের অবস্তানকে কি দৃষ্টিতে দেখছেন?
প্রথম আলো ব্লগারদের ২১ দফা প্রাণের দাবিতে এখন ব্লগারদের করণীয় কি?
নিজের ১টি অপছন্দের কথা বলুন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:১৫
প্রথম আলো ব্লগারদের ২১ দফা প্রাণের দাবি সম্পর্কে ব্লগ কতৃপক্ষের অবস্তানকে কি দৃষ্টিতে দেখছেন?
অনেক কঠিন একটা প্রশ্ন!
যখন ব্লগারদের অবস্থানে বসে এর উত্তর লিখছি এবং আলোচনা করছি তখন কর্তৃপক্ষকে একটা পক্ষ হিসেবেই বিবেচনা করছি।
তবে ব্লগারদের এ দাবির প্রতি আমার সহমত শতভাগ।
কর্তৃপক্ষ হয়তো ধীরে চলো নীতি অবলম্বন করছেন।
যা ব্লগারেরা আশা করেনা।
সেদিন দেখলাম কবিতা স্টিকি হয়েছে যে ভালো একটা উদাহরণ।
এ নিয়ে ব্লগারদের ছোট্ট একটি প্রতিনিধি দল সরাসরি আলোচনায় বসতে পারে।
এর সুযোগ করে দিতে হবে কর্তৃপক্ষকে।
কারণ ব্লগারেরা তাদের দাবি দাওয়া পেশ করেছে বাস্তবায়ন করতে হবে কর্তৃপক্ষকে।
ব্লগারেরা সবাই সেখানে সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস।
আপাত যা কিছু হচ্ছে তাতে মনে হচ্ছে কর্তৃপক্ষের আরো বেশি মনোযোগি হওয়া উচিত ব্লগ এবং ব্লগারদের সম্পর্কে।
এছাড়া আর কোণ বিকল্প নাই।
ব্লগার ছাড়া ব্লগ অচল- এটা তাদের বুঝতে হবে।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:২৭
প্রথম আলো ব্লগারদের ২১ দফা প্রাণের দাবিতে এখন ব্লগারদের করণীয় কি?

যখন ২১ দাবির সাথে যুক্ত হয়েছে প্রাণের দাবির কথাটি তখনই বলা যায় এ অবস্থানকে সামনে রেখে কর্তৃপক্ষের সাথে যৌক্তিক আলোচনায় বসা উচিত।
এর উদ্দ্যোগ নিতে পারেন মডারেটররা।
কারণ তাদের মাধ্যমেই আসলে এ দাবি কর্তৃপক্ষের কাছে পূছানো যায় অন্য কোন উপায় নাই।
একদিনের কলম বিরতি দিয়ে ব্লগারেরা প্রমাণ করেছেন তারা এ দাবির প্রতি একাত্ম ছিলেন।
এক সাথে সাবার থাকা উচিত।
তবে খেয়াল রাখতে হবে এ দাবি যাতে ভিন্নখাতে প্রবাহিত না হয়।
যৌক্তিকতা, পারস্পরিক বিশ্বাস আর ব্লগের প্রতি ভালোবাসাই পারে সব সমস্যার সমাধান করতে।
এক দিনের কলম বিরতির মাধ্যমে আমি মনে করি কর্তৃপক্ষের কাছে এ মেসেজ পৌছানো গেছে যে ব্লগারেরা সবাই একই মঞ্চে আছে।
সুতরাং এটাকে ধরে রাখতে হবে।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:২৮
নিজের ১টি অপছন্দের কথা বলুন।

মিথ্যাকে অপছন্দ করি।
আমি মনে করি মিথ্যাই সব নষ্টের মূল।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:২৮
নিজের ১টি অপছন্দের কথা বলুন।

মিথ্যাকে অপছন্দ করি।
আমি মনে করি মিথ্যাই সব নষ্টের মূল।
সফেদ কুহেলি১০ মার্চ ২০১২, ১৩:৩০
ধন্যবাদ কবির ভাই
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:৩৪
আপনাকে ধন্যবাদ আবারো।
সুমন দাশ১০ মার্চ ২০১২, ১৩:০০
কবির ভাই অনেক শুভেচ্ছা । নীলদাকে যথারীতি সম্মান পূর্বক ভালবাসা অজস্র। দুজনই ভাল থাকুন খুব ।
কবির ভাই আমার পিচ্ছি একটা জিজ্ঞাসা,
আর্থ সামাজিক প্রেক্ষাপটে কবিতা কতটা জরুরী ?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:২১
আপনাকেও শুভেচ্ছা প্রিয়।

কবিতার সব সয়েই প্রয়োজন ছিল আছে এবং থাকবে।
তা যে কোন সময়ে যে কোন পরিস্তিতিতেই হোক না কেন।
সাহিত্যের যে কোন মাধ্যম দিয়েই মানুষের কাছাকাছি যাওয়া যায়।
তা সময়ে সময়ে প্রমাণ হয়েছে।
নীলসাধু১০ মার্চ ২০১২, ১৪:৪৯
 
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৩:৩১
এরপর:
৬। কবিতায় লোকজ সংস্কৃতি, গ্রামীণ পরিবেশ, পরিবেশ ও প্রকৃতি এ দশকের কবিদের লেখায় কম দেখতে পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। আপনি কী এর সাথে একমত?
৭। ব্লগে পুরাতনেরা নতুনদের এড়িয়ে চলতে চান। গতানুগতিক মন্তব্য করা হয়। ব্লগীয় সিণ্ডিকেট আছে বলে অভিযোগ আছে। একজন সচেতন ব্লগার হিসেবে আপনি কী এগুলোর পক্ষে/বিপক্ষে? কেন?
৮। এ দশকের সম্ভাবনাময়ী ৫ জন তরুণ ব্লগার কবির নাম বলুন।
৯। আপনি লেখালেখির মাধ্যম হিসেবে কবিতা ও গল্প লেখাকে কেন বেছে নিলেন?
১০। ২০. বইয়ের প্রচ্ছদে প্রচ্ছদে পরিপূর্ণ একাডেমী প্রাঙ্গন। অস্থিরতা ও দুশ্চিন্তায় সংশ্লিষ্টদের বিনিদ্র কিছু রাত। শব্দের স্বাধীনতাকে আর্ট পেপার ভেবে আঁকা হয়েছে আবেগী চালচিত্র। নাগরিক জনপদ ছিঁড়ে উঠে আসে নি পল্লীর দুর্দশা, জীবন ও প্রকৃতি। উচ্ছৃঙ্খল ভোগবিলাসে মত্ত আধুনিক নাগরিকেরা, অত সময় কী আছে? ভুলেভরা গ্রন্থগুলো নিশ্চিত কেজির দরে বিক্রি হবে ফেরিওয়ালাদের কাছে! (ব্লগীয় কাব্য/মোঃ মুজিব উল্লাহ)
বাস্তবতার সাথে কতটুকু সংগতিপূর্ণ?

আরও আসছে...
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৩:৪৪
৬। কবিতায় লোকজ সংস্কৃতি, গ্রামীণ পরিবেশ, পরিবেশ ও প্রকৃতি এ দশকের কবিদের লেখায় কম দেখতে পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। আপনি কী এর সাথে একমত?

এটাকে আমি অস্থিরতা হিসেবেই দেখব।
তবে যে একেবারে আসছেনা তাও মনে করিনা।
কারণ যা লিখা হচ্ছে তার সবটাই হয়তো আমাদের সামনে আসছেনা।
যেমন যেভাবে আসছে তা হলো প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া।
প্রিন্ট মিডিয়ার ব্যাপারটি আপনার ত ভালোই জানা।
সেখানে কিছু লোকের লেখা আসছে নিয়মিতই।
একটা সময়ে আমিও কিছুটা ছিলাম ওখানে আমি জানি এর ভেতরের কিছুটা।
অনলাইন মিডিয়ায় সবাই সুযোগ নিচ্ছে অথবা পাচ্ছে তা নয়।
তাই সামগ্রিকভাবে যা আসছে তার সংখ্যানুপাতিক হিসাবে বলা যায় আপনার কথার সত্যটা অনেকটাই।
যা দেখছি তার মাঝে সে প্রভাব খুব একটা নাই।

এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে সাহিত্যের এ ধারা ক্রমশ নিজেকে অন্যভাবে প্রকাশ করতে চাইছে।
এটাকে আমি ইতিবাচক ভাবে দেখলেও মাটির গন্ধকে খুব মিস করি।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৪:০০
৭। ব্লগে পুরাতনেরা নতুনদের এড়িয়ে চলতে চান। গতানুগতিক মন্তব্য করা হয়। ব্লগীয় সিণ্ডিকেট আছে বলে অভিযোগ আছে। একজন সচেতন ব্লগার হিসেবে আপনি কী এগুলোর পক্ষে/বিপক্ষে? কেন?

পুরাতন-নতুন এটা বললে আসলে বিভাজন হয়ে যায়।
আমি এ বিভাজনের পক্ষে নই।
তবু এটা দেখা যায় বলেই অভিযোগ।
যারা এটা করে থাকেন মনে করবেন সেটা তাদের ব্যক্তিক সমস্যা।
আপনি খেয়াল করে দেখবেন আমি যখন যে ব্লগে নিয়মিত ব্লগিং করে থাকি সে ব্লগে সবার পোস্তেই যাই।
এবং নিজের সাধ্যমত কমেন্ট করে আসি।
এমন হয় আমি কারো পোস্টই না পড়ে ও কমেন্ট না করে আসিনা।
এর কারণ যার লিখা পড়ছি তার লেখার স্টাইল আর ভাবনার সাথে পরিচিত হচ্ছি।
সেখান থেকে অনেক কিছুই শিখে আসি আমি।

আমি মনে করি যিনিই ব্লগে আসছেন কোন না কোন যোগ্যতা আছে তা তার।
হুট করে তিনি আসেননি।
আজ যিনি একেবারে নতুন/নবীন কিছুদিন পরেই তিনিও হয়ে যাচ্ছেন পুরাতন কেউ।
তাই তাকে অন্য চোখে দেখার কোন অবকাশ নাই।
এই যেমন প্রথম আলো ব্লগে আমার বয়েস আড়াই বছর।
এই আরাই বছর আগে আমিও এ ব্লগে নতুন এসেছিলাম।
তার আগে আরো দেড় বছর ধরে ব্লগিং করছিলাম।
আর এই আড়াই বছর পরে আমি পুরাতন হয়েছি।
এটা নিয়ে আমার ব্যক্তিগত কোন ভাবনা নেই।

ব্লগ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া।
এখানে সময়ে সময়ে জেনারেশোন চেঞ্জ হচ্ছে; হবে।
তাই পুরাতন-নতুন বলে কোন বিভাজন উচিত নয়।


সিণ্ডিকেট নিয়ে অনেক কথা হয়।
এটাকে সিণ্ডিকেট না বলে পারস্পরিক বোঝাপড়ার ব্যাপারও বলা যেতে পারে।
এটা হয়ে থাকে কারো কারো সাথে কারো কারো সম্পর্কের উপর।
তবে এই সম্পর্ক থাকলেও তাদের সবাইকে অন্যের ব্লগে যাওয়া উচিত।
আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি।
সব ব্লগেই দেখা যায় কেউ কেউ বিশেষ বিশেষ ব্লগারের ব্লগে যাওয়া ছাড়া অন্য কোথাও সেভাবে যান না বা যেতে চান না।
এটা তাদের ব্যক্তিক সিদ্ধান্ত হলেও আমি কিছু না বলে শুধুমাত্র অনুরধই জানাতে পারি সবারই সবার ব্লগে যাওয়া উচিত।

পুরাতন-নতুন বিভাজন নয়, নয় কোন সিণ্ডিকেশন ব্লগিং হোক শুধুমাত্র ব্লগিং্যের জন্যে; অন্যের কাছ থেকে কিছু শেখার জন্যেই।
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৪:০৫
৭ নং এ আপনার উত্তরের দিকে সবারই নজর দেওয়া উচিত।
অত্যন্ত দক্ষতার সাথে জবাব দিয়েছেন
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:০৮
৮। এ দশকের সম্ভাবনাময়ী ৫ জন তরুণ ব্লগার কবির নাম বলুন।


সম্ভাবনাময় তরুণ ব্লগার কবি অনেকেই।
ব্যাপারটা সেভাবে উল্লেখ করলে ব্যক্তিগত ব্যাপার হয়ে যায়।
তবে আমি যখন তাদের সবার কবিতা পড়ে যাই তখন কবিকে পড়িনা কবিতাকেই পড়ি।
ব্লগের বিশাল কম্যুনিটিতে যা পড়ছি তা হয়তো আংশিক।
পুরোটা যেহেতু পড়া হয়ে উঠছেনা তাই সেভাবে নাম বলে ফেলাটা যৌক্তিক হবেনা।
তবে যাদেরই লেখাগুলো পড়ছি তাদের বেশিরভাগই খুব সম্ভাবনাময় লেখক/কবি।
আমি একজন পাঠক হিসেবে তাদের কাছ থেকে আরো বেশি গভীর লেখা আশা করি।
যা লিখছেন তা এবং তারও বেশি।

যারা লিখছেন তাদের কেউই সম্ভাবনার দিক থেকে কোন অংশেই কম না।
দরকার শুধু পরিচর্যার।
কারণ লেখালেখি চর্চা আর পরিচর্যার বিষয় বলেই মনে হয়।
পাচজনের নাম বললে কম বলা হবে বলে নিজের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে মনে করি।
যাদের মাঝে সম্ভাবনা আছে তাদের লেখা দেখে আপনিও বুঝতে পারবেন।
লেখালেখি যেহেতু চলমান প্রক্রিয়া আর একজন লেখক/কবির সবগুলো লেখাই যেহেতু টিকে থাকবে তা নয় তাই একে ধরে রাখা উচিত বলে মনে করছি।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:১৬
৯। আপনি লেখালেখির মাধ্যম হিসেবে কবিতা ও গল্প লেখাকে কেন বেছে নিলেন?


একটা সময় মানে ৯৬-৯৭র দিকে আমি একটি জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতাম।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে আমার লেখা ছাপতো তারা উপসম্পাদকীয় পাতায়।
সেদিন ছিল আমার আর দেবব্রত চক্রবর্ত্তী বিষ্ণু সাহেবের লেখা।
তারা পরিচয় দিত কলাম লেখক হিসেবে।
এর মাঝে আমি কবিতা লিখতাম।
বিভিন্ন কাগজে কবিতা ছাপা হত।
এরপর হঠাত করে বুঝতে পারলাম কোন একটা মাধ্যম নিয়েই থাকা উচিত।
তা না হলে আসলে কোনভাবেই নিজেকে যাচাই করা যাবেনা।
এরপর চিন্তা করলাম কবিতাকে সিরিয়াসভাবে লেখা উচিত।
এরপর হঠাত করেই ৯৯র দিকে পত্রিকায় কলাম লেখা বাদ দিয়ে দিলাম।
জাতীয় পত্রিকায় প্রথম লেখা পাঠালাম জনকণ্ঠে।
ছাপা হল এবং অন্য বেশ ক'টি পত্রিকায় আসল লেখা।
যার মধ্যে রয়েছে ভোরের কাগজ, মানবজমিন, সমকাল, প্রথম আলো।
সেটা আমাকে কোন একটা পথ ধরার পথ দেখিয়ে দিল।
সেই থেকে ভাবা এবং সেভাবে এগিয়ে যাওয়া।
তারপর যখন ব্লগে আসলাম তখন পত্রিকা বাদ দিয়ে দিলাম।

কবিতা ও গল্পের মাঝে আমি কবিতাকে নিয়ে বেশি ভাবতে পছন্দ করছি।
গল্প খুব বেশি লেখা হয়না।
কারণ সব মাধ্যমে থাকতে চাইলে কোন কিছুরই গভীরে যাওয়াটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়।

কবিতাতে আমি নিজেকে ভালোভাবে এঞ্জয় করতে পারছি বলে আসলে একে বেছে নেয়া।
এর বাইরে আর কিছুই নয়!
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৩৪
১০। ২০. বইয়ের প্রচ্ছদে প্রচ্ছদে পরিপূর্ণ একাডেমী প্রাঙ্গন। অস্থিরতা ও দুশ্চিন্তায় সংশ্লিষ্টদের বিনিদ্র কিছু রাত। শব্দের স্বাধীনতাকে আর্ট পেপার ভেবে আঁকা হয়েছে আবেগী চালচিত্র। নাগরিক জনপদ ছিঁড়ে উঠে আসে নি পল্লীর দুর্দশা, জীবন ও প্রকৃতি। উচ্ছৃঙ্খল ভোগবিলাসে মত্ত আধুনিক নাগরিকেরা, অত সময় কী আছে? ভুলেভরা গ্রন্থগুলো নিশ্চিত কেজির দরে বিক্রি হবে ফেরিওয়ালাদের কাছে! (ব্লগীয় কাব্য/মোঃ মুজিব উল্লাহ)
বাস্তবতার সাথে কতটুকু সংগতিপূর্ণ?


নাগরিক জনপদ ছিড়ে উঠে আসেনি প্ললীর দুর্দশা অনেকটা তাই।
বাস্তবতার সাথে অনেকখানিই সঙ্গতিপূর্ণ!
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৬:৫০
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবির ভাই
বেশ খোলামেলাভাবেই আপনি জবাব দিয়েছেন।
পিক আওয়ারে সবাই আরো অনেক প্রশ্ন করবেন
তাই সবাইকে সুযোগ করে দিতে আপাতত কোন প্রশ্ন করব না
ওরা ১১ জন তো তাই আর একটি প্রশ্ন করব আরো পরের দিকে।
আরো সাফল্যময় ও উজ্জ্বল হোক আপনার জীবন।
আমার জন্যও দোয়া করবেন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:০১
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে আসলে ভালো লেগেছিল খুব কারণ কিছু কথা আসলে সেভাবে বলা হয়ে উঠেনা।
নীল সাধু ভাইকে ধন্যবাদ সুন্দর আয়োজনের মাধ্যমে সুযোগ করে দেবার জন্যে।
নীলসাধু১০ মার্চ ২০১২, ২১:২১
গ্রেট গোয়িং -
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৩:৩৫
আচ্ছা একটি বিষয় বুঝলাম না
আজকের এ পর্বটি এখনো স্টিকি হল না কেন?

মডারেটর সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।
পোস্টটিকে দ্রুত স্টিকি করা হোক
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৩:৩৫
আচ্ছা একটি বিষয় বুঝলাম না
আজকের এ পর্বটি এখনো স্টিকি হল না কেন?

মডারেটর সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।
পোস্টটিকে দ্রুত স্টিকি করা হোক
রিনঝিন১০ মার্চ ২০১২, ১৩:৩৭
শুভকামনা কবির ভাই। আপনি আমার একজন পছন্দের ব্লগার। সবাই অনেক কঠিন প্রশ্ন করছেন। আমি কি করতে পারি ভাবছি!

স হ জ প্রশ্ন করি!

ভালোবাসা ও প্রেম কে আপনি কিভাবে দেখেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৪:০৮
ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্যেও।
পছন্দের ব্যাপারটি আমার জন্যে অনেক বড় প্রাপ্তির বলে মনে করি।
আমার বিনীত কৃতজ্ঞতা গ্রহণ করুন।

প্রকাশের কাছে মূখ্য যা তাই প্রেম।
প্রকাশের জন্যে মূখ্য যা তাই ভালোবাসা।
অজানা পথিক ১০ মার্চ ২০১২, ১৪:৫১
অভিনন্দন কবির ভাই।
শুভ হট সিটিং।
শুভেচ্ছা-

ধন্যবাদ নীলসাধু ভাইয়াকে
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:১৬
ধন্যবাদ আর ভালোবাসা প্রিয় অজানা পথিক
আলইমরান ১০ মার্চ ২০১২, ১৪:৫৪
শুভ হটসিটিং
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:১৫
ধন্যবাদ আর ভালোবাসা প্রিয় আল ইমরান
আশরাফুল কবীর১০ মার্চ ২০১২, ১৪:৫৭
#প্রিয় কবির য়াহমদ যদি তার অভিজ্ঞতাসহ আশরাফুল কবীর ও অন্যদেরকে লেখালেখির ব্যাপারে কোন দিক নির্দেশনা দেন....

#কিভাবে লেখার মানোয়ন্নয়ন করা যায়?

#জোছনাকে কেন ধরা যায়না, কেন তাকে অনুভব করতে হবে?

#পত্রলেখিকা যদি পত্রলেখকের উত্তর না দেয় তাহলে পত্রলেখক কি হতাশ হয়ে যাবে?

#তোমার ঘরে বসত করে কয়জনা? কবির য়াহমদের মনে কয়জনা?

বেলা বেলা কত বেলা যায়
আমার সময় হয় না কেবল বেলা ধরার!


#পেছনে পড়ে থাকার আকুতি কেন?

#
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:২৫
#প্রিয় কবির য়াহমদ যদি তার অভিজ্ঞতাসহ আশরাফুল কবীর ও অন্যদেরকে লেখালেখির ব্যাপারে কোন দিক নির্দেশনা দেন....
#কিভাবে লেখার মানোয়ন্নয়ন করা যায়?


প্রথমেই বলে নিই আমি তেমন অভিজ্ঞ হতে পারিনি।
তবে আমার বিনীত শ্রদ্ধা থাকল আপনার প্রশ্নের প্রতি।
লেখালেখির মানোন্নয়নের ব্যাপারে আমার প্রাথমিক কথাই হলো ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন লেখা পড়ে যাওয়া।
আমি মনে করি অধ্যয়নের কোন বিকল্প নাই।
তা লেখালেখি অথবা নিজেদের কর্মক্ষেত্রেই হোক না কেন।

যা লিখছি তা নিয়ে যেন ভাবি।
লেখার জন্যে লেখা নয় প্রকৃতভাবে যাতে করে পরিপুর্ণ লেখা হয় তা নিয়ে ভাবা উচিত।
এজন্যে আমি বেশি ভেবে কম লিখার দিকে পক্ষপাতি।

অন্যে যা লিখছেন তাদের লেখার প্রতি মনোযোগি হওয়া উচিত।
কারণ অন্য লেখক হয়তো যেভাবে লিখাটি লিখেছেন আপনি-আমি সেভাবে না ভাবলেও নতুন একটা ভাবনা দিগন্তের উন্মোচন হতে পারে।
এটাকে আমি অনেক বড় অর্জন বলে মনে করি।

বিনীত থাকা উচিত।
অন্যের লেখাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে তার ভাবনার প্রতি সম্মান জানানো উচিত এবং সেখান থেকে কিছু একটা অর্জন করে আসা উচিত।
এক্ষেত্রে আমি নিজের ব্লগিংকে এখানে নিয়ে আসব।
আমি সবার ব্লগেই যাই যখন যেখানে নিয়মিত ব্লগিং করে থাকি।
চেষ্ঠা করি লেখার ভাব ধরতে।
অনেক ক্ষেত্রে হয়তো পারিনা কিন্তু খানিকটা সময়ের চিন্তা আমাকে অনেক লাভবান করে বলে আমি বিশ্বাস করি।

লেখায় কখনো আমরা সুরমার তীর ধরে হাঁটতে হাঁটতে শব্দের মাধ্যমে টেমসের তীরে বসত গড়ি।
খেয়াল রাখা উচিত আমার ভাবনাকে সে পর্যন্ত নিয়ে যেতে পারছি কী-না!
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:৩১
#জোছনাকে কেন ধরা যায়না, কেন তাকে অনুভব করতে হবে?


যখন কেউ বলে জোছনার সাথে আমি মিতালী করেছি।
তখন তা বায়বীয় বলে উড়িয়ে দেয়া যায়না কারণ ওখানে আবেগের কিছুটা অংশ জড়িয়ে থাকে।
যেখানে আবেগের সংযোগ সেখানে বাহ্যিক ধরাছোয়ার অবকাশের চিন্তায় হেলায় হেলে পড়ে কোন এক গহীনে।
তাই এটা অনুভবের বলেই মনে হয়।
চোখ দিয়ে দেখার জন্যে; মন দিয়ে ধরা আর ছোঁয়ে দেখার জন্যেই!
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:৩৩
#পত্রলেখিকা যদি পত্রলেখকের উত্তর না দেয় তাহলে পত্রলেখক কি হতাশ হয়ে যাবে?


আপাত পত্রলেখকের একটা পত্রের উত্তর দিয়েছে পত্রলেখিকা।
তাই মনে হচ্ছে দেবেই।
তবে কোন দিন না-ই দেয় তবে যদি হতাশই হতে হয় আমি জোর করবো না কোনো!
এখনো মনে হচ্ছে টান আছে কোথা থেকে তবে দেখছি তারা কতদুর এগোতে পারে!
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:৩৬
#তোমার ঘরে বসত করে কয়জনা? কবির য়াহমদের মনে কয়জনা?
সময়ের কাছে হার মেনে গেলে সময়ের কাছেই উত্তর থেকেই উত্তরটা যাবে জানা।
তবে মনে হয় একজনা'ই থাকা ভালো।
সে আসতে পারে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে!

বেলা বেলা কত বেলা যায়
আমার সময় হয় না কেবল বেলা ধরার!


হাত পেতে বসে আছি চলে এসো কাছে
কাছে এসে দেখে যাও মনের সন্নিকটে!
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:৩৭
#পেছনে পড়ে থাকার আকুতি কেন?


পেছন থেকে দেখা যায় কতদুর আগানো যায়।
পেছনে থাকলে মনে হয় আরো সামনে এগোই।
এ থেকেই নিজেকে জানার আর নিজেকে চেনার সুযোগ থাকে অনেকখানি।
রেজওয়ান তানিম১০ মার্চ ২০১২, ১৫:০১
শুভেচ্ছা কবির ভাইকে।

এমন কোন একটি গুনের কথা তুলে ধরুন যা আজ অব্দি ব্লগে অনেকেই জানেনা
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:১৪
অনেক ধন্যবাদ প্রিয় রেজওয়ান তানিম।

গুণের কথাগুলো আসলে সবাইই জানে কিন্তু আলোচনায় নিয়ে আসেনা।
আসলে প্রত্যকে মানুষই নিজ নিজ ক্ষেত্রে স্বন্তন্ত্র এবং শতভাগ।
শুধুমাত্র তার প্রকাশভঙ্গিই আলাদা করে দেয় অন্যের কাছ থেকে।
আমি মনে করি প্রত্যেক মানুষের মাঝেই সবগুলো গুণই বিরাজমান।
কিন্তু তার প্রকাশ হয় না সেভাবে।
যে আলাদাভাবে প্রকাশ করতে জানে সেই কেবল আর সবার কাছ থেকে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।
যেমন কবি, গল্পকার অথবা সাহিত্যিক সাংবাদিকের কথাই ধরুণ তারা যা লিখছে আমরা যখন পড়ছি তখন মনে হয় আমাদের নিজের ভাবনাগুলোর সাথে মাঝে মাঝে মিলে যাচ্ছে।
কিন্তু আমাদের ভাবনাগুলো আমাদের মাঝেই কেবল সীমাব্দধ থেকে যায় বলে প্রকাশ করতে পারছিনা।
তাদের সাথে আমাদের পার্থক্য সেখানেই যেখানে ওরা প্রকাশে সক্ষম সেখানে আমরা শুধুমাত্রই পাঠান্তে বুঝতে পারি আমিও ভাবছি সেভাবেই।

সবার মাঝেই গুণের সমাবেশ।
সবাই নিজেদের নিয়ে ভাবলেই কেবল তার প্রকাশ হতে পারে।
এটা অনেকেই সেভাবে ভাবেনা কিন্তু আমি বিশ্বাস করি মানুষের মাঝেই সব গুণের সমাবেশ বর্তমান।
রেজওয়ান তানিম১০ মার্চ ২০১২, ১৬:৫৫
অনেক সুন্দর করে বলেছেন।

আমি অত গুরুগম্ভীর আলোচনায় আপাতত যাব না।

শুধু এটুকু সবাইকে বলি, কবির ভাই কিন্তু গামছা নৃত্যে ভীষণ পারদর্শী
 
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৫৮
গামছা নৃত্য!
হা হা হা!
আমার কবিতা১০ মার্চ ২০১২, ১৫:০৪
কেমন আছেন ?

একটি অন্য রকমপ্রশ্ন করি, জীবনে কেস খেয়েছেন কোন দিন ? খেয়ে থাকলে কেমন লেগেছিল ?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:০৮
ভালো আছি।
আপনি কেমন আছেন?

জীবনে কেস খেয়েছি একবার।
কেস মানে খুব সাধারণ ডায়েরি।
আরো সাধারণ মনে হলো পরে যখন একে খুব সাধারণভাবে মোকাবেলা করেছি।
বিস্তারিত কিছু বলবো না আর।
সবাই জানে তা!


অনেক অনেক শুভকামনা আপনার জন্যে
আমার কবিতা১০ মার্চ ২০১২, ১৫:১৯
শুভেচ্ছা রইল , যে কোন দিন পুরানো ঢাকায় চলে আসুন ! আড্ডা দেয়া যাবে ।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:২৭
হ্যা আসব ইনশাল্লাহ একদিন আড্ডার জন্যে।
আলইমরান ১০ মার্চ ২০১২, ১৫:২৮
 
সন্ন্যাসী১০ মার্চ ২০১২, ১৫:১৭
কবির য়াহমদ ভাই আপনাকে হট সিটে স্বাগতম... আপনার মত একজন কবিকে আজ হট সিটে উপহার দেয়ার জন্য নীল সাধু ভাইকে ধন্যবাদ।

১। বর্তমান লেখকদের/কবিদের লেখার মান আপনার কাছে কেমন মনে হয়?
২। অনেক কবি/লেখক অপ্রচলিত শব্দ দিয়ে লিখেন তাতে করে অনেক সাধারন পাঠক কবিতার মুল ভাব/লেখার মুল রস গ্রহন করতে পারে না সে ক্ষেত্রে সাধারন পাঠক ঐ লেখাটি পরতে আগ্রহ হারিয়ে ফেলে এই বিষয় নিয়ে আপনি কি চিন্তা করছেন...
৩। আপনার মুদ্রিত কোন বই যদি কাউকে উৎসর্গ করতে বলা হয় আপনি প্রথম কাকে উৎসর্গ করবেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:৩২
একই প্রশ্ন দুবার এলো।
উত্তর নীচে দিয়েছি।
ধন্যবাদ।
সন্ন্যাসী১০ মার্চ ২০১২, ১৫:১৮
কবির য়াহমদ ভাই আপনাকে হট সিটে স্বাগতম... আপনার মত একজন কবিকে আজ হট সিটে উপহার দেয়ার জন্য নীল সাধু ভাইকে ধন্যবাদ।

১। বর্তমান লেখকদের/কবিদের লেখার মান আপনার কাছে কেমন মনে হয়?
২। অনেক কবি/লেখক অপ্রচলিত শব্দ দিয়ে লিখেন তাতে করে অনেক সাধারন পাঠক কবিতার মুল ভাব/লেখার মুল রস গ্রহন করতে পারে না সে ক্ষেত্রে সাধারন পাঠক ঐ লেখাটি পরতে আগ্রহ হারিয়ে ফেলে এই বিষয় নিয়ে আপনি কি চিন্তা করছেন...
৩। আপনার মুদ্রিত কোন বই যদি কাউকে উৎসর্গ করতে বলা হয় আপনি প্রথম কাকে উৎসর্গ করবেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:৪৪
আপনাকেও ধন্যবাদ সেই সাথে আমার বিনীত শ্রদ্ধা গ্রহণ করুন।

১। বর্তমান লেখকদের/কবিদের লেখার মান আপনার কাছে কেমন মনে হয়?

আমি ব্যক্তিগতভাবে সবাইকে স্বতন্ত্র মনে করি।
আজকাল যা লিখা হচ্ছে তার হিসাব দেবে কাল আর মহাকাল।
আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র সেভাবে কাউকেই বাতিলের খাতায় ফেলে দেবার কেউই নই।
আমি সবার কাছ থেকে শিখে যাচ্ছি।
মাঝে মাঝে মনে হয় যে লেখাটি পড়ছি সেটা অন্যভাবে লেখাও হতে পারতো।
আমি এও জানি এটা একান্তই আমার ভাবনা।
লেখকের সাথে এর কোন সংযোগ নেই।
যিনি লিখছেন তার ভাবনা চিন্তা একান্ত তার নিজস্ব।

আমিসহ এখানে কেউই জানিনা কোন লেখাটি বেঁচে থাকবে।
তবে যারা লিখছেন তাদের কাছে দাবি থাকবে বেশি ভেবে কম লিখতে।
কারণ এতে করে অনেক ভাবনা চিন্তার সুযোগ থাকে।
সেভাবে লিখলে লেখার গভীরতাও বেড়ে যায় অনেকখানি।

লেখক আর কবিরা যেহেতু কালে বসে মহাকালের লেখাই লিখছেন সেহেতু এর স্থায়িত্বের ব্যাপারটি পড়ে যাচ্ছে আজকের পরের দিন আর সময়ের কাছেই।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:৫৩

২। অনেক কবি/লেখক অপ্রচলিত শব্দ দিয়ে লিখেন তাতে করে অনেক সাধারন পাঠক কবিতার মুল ভাব/লেখার মুল রস গ্রহন করতে পারে না সে ক্ষেত্রে সাধারন পাঠক ঐ লেখাটি পরতে আগ্রহ হারিয়ে ফেলে এই বিষয় নিয়ে আপনি কি চিন্তা করছেন...

যিনি লিখছেন আর লিখেছেন সেটা তার নিজস্ব স্টাইল।
যিনি পড়ছেন তিনি লেখার কত গভীরে যেতে পারছেন সেটা আর মনোসংযোগের ব্যাপার।
এখানে লেখক আর পাঠক দু'ইয়েরই কিছুটা দায়িত্ব থেকে যায়।
সুতরাং আমাদের দেখতে হবে এর জন্যে আমরা কতটা তৈরি।

প্রচলিত এবং অপ্রচলিত শব্দের ব্যাপারটি অনেক আগে থেকে চলে আসছে।
জীবনানন্দ যখন লিখছিলেন তখন অনেকেরই কাছে দূর্বোধ্য মনে হতো।
কিন্তু যখন তাকে এসব প্রশ্ন করা হতো তখন তার সেভাবে কোন পরিবর্তন হয় নি।
তিনি লিখে গেছেন তার মত করেই।
তারপর দেখুন প্রায় ছয় দশক পরেও জীবনানন্দের লেকাগুলো এখনো জীবন্ত।

অপ্রচলিত শব্দের ব্যবহার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমারও কিছুটা উষ্মা রয়েছে।
তবে এটা নিজের বুঝতে না পারার ব্যর্থতা নিয়ে।
তাই চেষ্ঠা করে থাকি ভেতরে প্রবেশের।
অনেকক্ষেত্রে পারিনা জানি তবে চেষ্টা থাকেই।

সবচেয়ে বড় কথা হল কেউ কেউ ইচ্ছে করেই এসব করে থাকেন।
ইচ্ছে করে যারা করে থাকেন তারা কিছু আরোপিত শব্দ ব্যবহার করে থাকেন।
এটা ঠিক না আসলে।
আরোপিত শব্দ আর বাক্যের ব্যবহার যে কোন লেখাকে দূর্বল করার জন্যে যথেষ্ট।
আরোপিত শব্দ দিয়ে সাজানো লেখাতে পাঠকের রস আস্বাস করতে না পারাকে আমি পাঠকের কোন দোষ দিতে রাজি নই।
এর দায় বর্তায় লেখকের উপর।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৫:৫৭


৩। আপনার মুদ্রিত কোন বই যদি কাউকে উৎসর্গ করতে বলা হয় আপনি প্রথম কাকে উৎসর্গ করবেন?

এ পর্যন্ত আমার ৩টি বই প্রকাশ হয়েছে।
তিনিটি বইই আমি উতসর্গ করেছি এভাবে:

রাত আর ঘুমের কৃষ্ণপাঠঃ আব্বা-আম্মা

আমাদের ঈশ্বরের অ্যাপয়েনমেন্ট দরকারঃ
আমার ভাইবোন
আর পরিবারের চার চারটে চাঁদ
মুন্না, নিশাত, নুজহাত আর মাহদী
আমি তোমাদের খুব ভালোবাসি


নিরবচ্ছিন্ন পাখিসমূহঃ
কাছে-দূরে যেখানেই থাক যারা খুব কাছের
বাবা-মা, ভাই-বোন আর আমার পরিজন
অ আ ক খ১০ মার্চ ২০১২, ১৫:২৩
হটসিটে বসার জন্য প্রথমেই কবীর ভাইকে রজনীগন্ধার শুভেচ্ছা।


১.কাকে আপনার জীবনে আদর্শ মনে হয় ?
২.আপনার পড়া শ্রেষ্ঠ উপন্যাস কোনটি ?
৩.প্রিয় ফুল কি?
৪.অবসরে কোন কাজটি করতে সবচেয়ে ভালো লাগে?
৫.জীবনকে কতটুকু সফল মনে করেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:২৩
১.কাকে আপনার জীবনে আদর্শ মনে হয় ?

আমার বাবা আর মা'কেই আদর্শ মনে হয়।
কারণ আমি যখন বড় হতে থাকি তখন আমাদের পরিচয় ছিল আমরা ভাই-বোন ওনার সন্তান ছিলাম।
এখনো তাই।
আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন; ছিলেন এলাকার ভাইস চেয়ারম্যান।
এলাকার সম্মানীত মানুষ ছিলেন বলে সবাই আমাদের খুব ভালোবাসত।
এখনো আমরা আমাদের ভাই বোন নিজেরা ব্যক্তি জীবনে যে অবস্থানেই থাকি না কেন মানুষজন আমাদের বলে ওমুকের সন্তান।
এমনও হয়েছে আমাদের এলাকা থেকে শ'মাইল দূরে কোথাও অপরিচিত জায়গায় যাওয়ার পড়ে অনেক মুরুব্বী মানুষজন কোন এলাকার মানুষ জানতে চাওয়ার পরে বলে ওমুকের বাড়ির কোন দিকে বাড়ি?
আমরা তখন বলি আমি ওনার ছেলে।
এটা আমাদের ভাই-বোনদের জন্যে অনেক বড় অর্জন।

আমার মা আমাদের পরিবারের মাঝে শিখিয়েছেন কিভাবে সামাজিক হতে হয়।
উনার কারণে আমাদের আত্মীয়-স্বজন সবাই এখনো আমাদের বাসায় আসে।
তাই আমার বাবা-মা'ই আমার আদর্শ।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৪১
২.আপনার পড়া শ্রেষ্ঠ উপন্যাস কোনটি ?

সেভাবে শ্রেষ্টের কথা ভাবিনি বলে কিছু বলা হয়ে উঠছেনা।
তবে অনেক লেখাই দাগ কাটে; দাগ কেটে যায়!

৩.প্রিয় ফুল কি?
ফুলকে সৌন্দর্যের একটা অন্যতম উপকরণ হিসেবেই ভেবেছি বলে সব ফুলই আমার কাছে ভিন্ন উচ্চতার।
ফুল দেখে অবাক হয়ে যাই এত সৌন্দর্য কী করে এভাবে লুকানো থাকে তার মাঝে।


৪.অবসরে কোন কাজটি করতে সবচেয়ে ভালো লাগে?
সারা সপ্তাহের পাঁচ দিন কাজ করে যাই।
তাই অবসর বলতে ছুটির দিন।
সে দিনগুলোতে ক্লান্তি থাকে।
তবে সপ্তাহের সবগুলো দিনের যে সময়টা কাজ না করে কাটে সেখানে চেষ্ঠা করি নিজের করে রাখার।

৫.জীবনকে কতটুকু সফল মনে করেন?
কেউই যেমন সফল মনে করতে পারেনা ঠিক তেমনিভাবে কেউই নিজেকে ব্যর্থ মনে করতে পারেনা।
সফলতা আপেক্ষিক ব্যাপার বলে চেষ্টা করে যাচ্ছি নিয়ত নিজের করে চলার; নিজের করে ভেবে দেখার।

আমরা যেহেতু জানিনা কতটুকু গেলে সফল হওয়া যায় সেহেতু চূড়ান্ত সফলতার কোন মাপকাটি থাকেনা।
অ আ ক খ১০ মার্চ ২০১২, ১৮:০৩
উত্তর ভাল লাগল ।শুভ হোক পথ চলা।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৮:০৭
শুভকামনা জানবেন
কে. এম. ওমর ফারুক১০ মার্চ ২০১২, ১৫:২৯
আপনাকে অভিনন্দন।
শুভেচ্ছাসহ নিরন্তর ভালবাসা রইল।
আমি কোন প্রশ্ন করবনা। তবে সবার প্রশ্নের মাঝে আপনার উত্তরে প্রাণ পাব এটা আশা করতেই পারি।
ভাল থাকুন সবসময়।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৩৫
আপনাকে ধন্যবাদ উপিস্থিতির প্রমাণের জন্যে।
শুভকামনা জানবেন
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ১৬:৩৭
কবির ভাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বিশ্বাস করাতে পারছি না নিজেকে। আলো যারা আলোকিত করেছিলো, আলোতে আমার জন্মেরও আগে, আপনি তাদের অন্যতম। ভালো লাগছে আলো তার হারানো দিনের সূর খোঁজে পেতে শুরু করেছে দেখে। অনেকগুলো হতাশার মাঝেও এটি একটি আশার দিক।

হ্যাঁ, আপনি হারিয়ে যাননি, ছিলেন । আমি জানি। কিন্তু যতখানি ছিলেন, তারচে"ও বেশি থাকবার কথা। অথবা আপনার মত আরো কেউ কেউ। আলো মাতাতেন যারা। আশা করছি তাদেরও দেখতে পাবো এখানেই, এই আসনেই।

কবির ভাই, আপনাকে তো চায়ের টেবিলেও জানি। তাই ব্যক্তিগত প্রশ্ন'র দরকার নেই আমার। তার আগে আমাকে একটু সময় দিন, আপনার জবাবগুলো পরে নিই আগে। হয়তো দেখা গেলো আমার জানতে চাওয়ার উত্তর অলরেডি দিয়েই দিয়েছেন আপনি।

শুভ হট সিটিং কবির ভাই
-------------
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৪৬
রশীদ জামীল ভাই আপনাকে ধন্যবাদ।

আশা-হতাশার মাঝেই আমাদের বসবাস বলে আমাদের কোন কিছুই আসলে শেষ হয়ে যায়না।
তাই ছিলাম, আছি এবং থাকবো!
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ১৬:৪৯
আশা-হতাশার মাঝেই আমাদের বসবাস বলে আমাদের কোন কিছুই আসলে শেষ হয়ে যায়না।-------------- আশা জাগানিয়া কথা। একদম সথিক উচ্চারণ। দুঃখ ও বেদনার যে দীর্ঘ রজনী, তার উলটো পীঠেই তো আশা ও আনন্দের অপরূপ দিন।

কাছেই আছি কবির ভাই
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৫৩
এ আসলে জীবনের নিয়ম; এভাবেই জীবন কেটে যায়।

তারপর আছেন কেমন?
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ১৬:৫৯
হ্যা, এভাবেই চলে যায় জীবন, এভাবেই চলে যাবে, যাক না!

ভালো আছি আমি। আপনি?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:০৭
চলে যাচ্ছে দিন ব্যস্ততা আর অবিন্যস্ততায়!

ভাল আছি।
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ১৭:১২
ভালই থাকুন, রাতে থাকেন যদি, কথা হবে
----------------------------
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:১৪
 
মেঘলা_দুপুর ১০ মার্চ ২০১২, ১৬:৪৯
সালাম কবির ভাই..সকালেই লগ ইন করতে চেয়েছিলাম..অনেকবার চেষ্টা করেও পারিনি..সম্ভবত ব্লগের কারিগরী কোনো সমস্যা হবে হয়ত
১. কেমন আছেন ?
২.নিজের কর্মক্ষেত্র,সাহিত্য চর্চা এবং বেক্তিগত জীবনের (বানান ভুলের জন্য দুঃখিত ) ক্ষেত্রে আপনার সন্তুষ্টি কত খানি ?
৩.আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৬:৫৮
সালাম, ধন্যবাদ আর শুভকামনা জানবেন।

১. কেমন আছেন ?

ভালো আছি।
আপনি কেমন আছেন?

২.নিজের কর্মক্ষেত্র,সাহিত্য চর্চা এবং বেক্তিগত জীবনের (বানান ভুলের জন্য দুঃখিত ) ক্ষেত্রে আপনার সন্তুষ্টি কত খানি ?

কর্মক্ষেত্রে শতভাগ দেয়ার চেষ্টা করি।
সেটাই করে যাচ্ছি।

ব্যক্তিগত জীবনে ভালো থাকআর চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।
কারণ আমি বিশ্বাস করি যারা বিশ্বাস করে ভালো আছে তারা থাকেই!

সাহিত্য চর্চার বিষয়ে বলব শিখছি প্রতিনিয়তই।


৩.আপনার শিক্ষা জীবন নিয়ে কিছু বলুন

আমি সমাজবিজ্ঞানে পড়েছি।
সমাজবিজ্ঞানে মাস্টার্স করলেও সমাজবিজ্ঞানী হতে পারিনি।
অথচ মজার বিষয় ছিলো শিক্ষাজীবনে আমাদের বলা হত আমরা নাকি সমাজবিজ্ঞানী হতে চলেছি।
হা হা হা।
মেঘলা_দুপুর ১০ মার্চ ২০১২, ১৭:০১
আমি ভালো আছি .....
আপনার পত্র লেখক আর পত্রলেখিকার উত্তর পড়লাম | ভালো লেগেছে .........
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:০৯
পত্রলেখক আর পত্রলেখিকার পত্রবিনিয়কে কিছুটা যোগ করেছি।
এরজন্যে আমার শেষ পোস্টে (অন্য ব্লগে) কিছুটা পরিবর্তন আছে।
এ নিয়ে দেখি তারা কিছুটা এগোতে পারে কী-না!
তাহমিদুর রহমান১০ মার্চ ২০১২, ১৬:৫৬
কেন একা একা ঘুরেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:০২
একা পাখি একা আকাশ তাই একা ঘুরতে গেলে তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ সামনে চলে আসে।
তাহমিদুর রহমান১০ মার্চ ২০১২, ১৭:০৫
সামনে গিয়ে কি করেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:০৮
সামনে চলে আসে সামলানোর দিন!
সেদিনের একজন দর্শক আর ভোক্তা হতে চাই!
তাহমিদুর রহমান১০ মার্চ ২০১২, ১৭:১২
কেন হতে চান?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:১৩
কারণ কে জানি কানে কানে বলে গেছে ওখানেই আছে সব!
কামরুল আলম১০ মার্চ ২০১২, ১৭:০১
 
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:০৪
 
মাইনুল আমিন১০ মার্চ ২০১২, ১৭:০১
শুভেচ্ছা নিন।
আপনার নামের য়াহমদের 'য়া' যেমন 'আ' তে বিলীন হয়ে আপন আপন ঐতিহ্যকে করেছে মহিয়ান তেমনি কাব্যদর্শন কবিরকে করেছে 'র' বিহীন কবি। ----এই সময়ের কবি।

প্রিয় কবি, আপনাকে অধমের আন্তরিক অভিনন্দন।
ভাল থাকুন সুস্থ শরীরে। ধন্যবাদ।
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ১৭:০৩
আপনার নামের য়াহমদের 'য়া' যেমন 'আ' তে বিলীন হয়ে আপন আপন ঐতিহ্যকে করেছে মহিয়ান তেমনি কাব্যদর্শন কবিরকে করেছে 'র' বিহীন কবি। ----এই সময়ের কবি।

----------------------- ------------------------
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:০৬
আপনার নামের য়াহমদের 'য়া' যেমন 'আ' তে বিলীন হয়ে আপন আপন ঐতিহ্যকে করেছে মহিয়ান তেমনি কাব্যদর্শন কবিরকে করেছে 'র' বিহীন কবি। ----এই সময়ের কবি।


মুগ্ধ হলাম আপনার কাব্যময়তায়।
যতটুকু বলেছেন তার ধারে কাছেও আমি নই তবু এ ভালোবাসার প্রকাশ।

বিনীত শ্রদ্ধা নিন।
কুহক১০ মার্চ ২০১২, ১৭:৪২
আমার একখান প্রশ্ন আছে:::::::::::::

আম্নের সত্য বয়সটা কত?...................
মেঘলা_দুপুর ১০ মার্চ ২০১২, ১৭:৪৪
সাথে আমি কবির ভাইয়ের মিছা বয়সটাও জানবার চাই ...........।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:৪৬
1৫!
মেঘলা_দুপুর ১০ মার্চ ২০১২, ১৭:৪৮
বুঝি নাই ......।
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৭:৪৮
 
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:৪৯
বইমেলার সময়ে কুহক ভাই বলছিলো আমার বয়স নাকি ১৫ হয়ে গেছে! -(
মেঘলা_দুপুর ১০ মার্চ ২০১২, ১৭:৫১
এটা তো কুহক ভাইয়ের সত্যি উত্তর দিলেন ? মিছা উত্তরটা ?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:৫৪
এর সাথে আরো ২০ যোগ করলে কিছুদিন/বছর পরেই তা হবে।
মেঘলা_দুপুর ১০ মার্চ ২০১২, ১৭:৫৭
 
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৭:৫৯
কিন্তু কিছুতেই ওনাকে তা বুঝাতে পারিনা।
মেঘলা_দুপুর ১০ মার্চ ২০১২, ২১:২৪
আপনাকে কুহক ভাই এভার গ্রিন মনে করেন তাই....উনার কাছে আপনি ১৫ তেই আটকে আছেন.....
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২১:২৬
লজ্জ্বায় লুকাইছেন উনি।
এলভিস১০ মার্চ ২০১২, ১৮:০১
কবির ভাই সম্পর্কে অনেক কিছুই জানলাম। ধন্যবাদ নীলসাধু ভাই এবং সংশ্লিষ্ট সবাইকে। শুভ হট সিটিং ।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৮:০২
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন
নীলসাধু১০ মার্চ ২০১২, ২১:১৬
 
শুদ্ধ কাকতাড়ুয়া১০ মার্চ ২০১২, ১৮:১৯
শুভেচ্ছা।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৮:৩৪
ধন্যবাদ।
সাজ্জাদ হোসাইন ১০ মার্চ ২০১২, ১৮:২৯
কবির য়াহমদ ভাই

ভালো আছেন?

আপনার লিখা এমন একটা কবিতা বলেন যেটা আপনাকে বেশী আনন্দ দিয়েছে?

সব লিখা এই সুখ বয়ে আনে,তবে একটা বলেন যেটা একটু হলেও বেশী সুখ আপনার জন্য বয়ে এনেছিল?

ভালো থাকুন সেই কামনা করি
 
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৮:৩৬
অনেক ধন্যবাদ প্রিয়।
ভালো আছি।
আপনি কেমন আছেন?


প্রিয় কবিতা সেভাবে আলাদা করা যায়না।
তবে কিছু কবিতা ভালো লাগে মাঝে মাঝে।
তার মাঝে একটি হলো প্রজাপতি কবিতাটি।

তোমাদের নিস্তরঙ্গ বাগানে একটা প্রজাপতি ওড়েছিল
জেনেছিলাম তার আজন্ম সাধ ছিল পাখা গজাবার
আপনার পাখা ছিলনা বলে-
বাড়ি বাড়ি ঘুরে কোন এক ডানার আশায়
প্রজাপতি হয়েছিল সে তার জন্মাবার কালে
আমৃত্যু থেকেছিল আবার প্রজাপতি হয়েই
প্রজাপতি,প্রজাপতি হরেক প্রজাপতি তবু অচেনা কোনজন।
একদিন খুব ভোরে একটা ফুল তুলেছিলাম
ফুলটা অজানিত কোনো গন্ধমাখা; বুঁনো গন্ধ
আমার নাকে-মুখে কী বিষম অনুভুতি
সারা পাড়া লাইন ধরেছিল পিছু পিছু
আমি পাড়াকে নিয়ে গিয়েছিলাম আর এক পাড়ার কাছে
পাড়া পাড়া কাছে আসে, জানতে চায় পূর্বাপর
আমি তাদের মাঝপথে রেখে কেটে পড়ি আপনার পথে।
অদ্য দুপুরে কোন এক নিস্তরঙ্গ কাক আমাকে দেখেছিল
আতিথেয়তার মালা পরিয়ে দেবার কালে আমি দেখিয়েছি ব্যস্ততা
আমার ব্যস্ততা ত্রস্ত পায়ে হাটে, কাটে না, তবু
আমার সামনে জ্বলজ্বলে ভেসেছিল আমার পূর্বপুরুষ
আমি তাদের শুধাই আমার জন্মক্ষণ আর ইতিহাস
তার বলে না কিছু, শূধু হাসে, হাসাটাই ধর্ম বলে
অথচ সে-ই আবার আমায় কোনোকালে বলেছিল
একদিন ইতিহাসের মাঝনদীতে সাতার শেখাবে
আমি উন্মুখ ছিলাম বলে নিজ় থেকে সাতার শিখিনি এতোদিনেও।
আমরা আমাদের কাল প্রজাপতির কাছে বন্ধক রেখেছিলাম একদিন
দেনা শোধের কথা ছিল আগাগোড়া অথচ তার ধারে-কাছে যাইনি
ফলত প্রজাপতি প্রজাপতি হয়। বেড়ে চলে খতিয়ান
হালখাতার কাল সামনে আসে, আমি ভুলে চলি আমাকে
ব্যস্ততাকে সামনে নিয়ে বসি, নিজেকে ভুলার প্রকৃত দাওয়াই
আমি সব ভুলে যাই, সব ভুলে যায় সমূহ ধার-দেনা
আমি আমাকে ভুলে গেলে প্রজাপতিটাও আমার নাম লেখা
অনিঃশেষ খেরোখাতায়!
সাজ্জাদ হোসাইন ১০ মার্চ ২০১২, ১৮:৪২
জি,আমি অনেক ভালো আছি।

আপনার এই কবিতা টা সত্যি এই হৃদয় কে ছুঁয়ে দেয়। একটা অনুভূতি দোল খায়।

আপনাকে অনেক ধন্যবাদ।
এমন সুন্দর কবিতা আমার সাথে শেয়ার করার জন্য মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৯:০৩
 
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৮:৪০
সর্বশেষ:
১১। আপনি আমার লেখাগুলো ব্লগের মাধ্যমে এখন পর্যন্ত যতটুকু পড়েছেন তার আলোকে নেতিবাচক ও দূর্বল দিকগুলো নিয়ে কিছু বলুন এবং আমাকে অন্তত ৩ টি উপদেশ দিন। (সরাসরি বলতেই হবে, কৌশলে এড়ালে হবে না)

শুভ হোক আমাদের আগামীর পথচলা
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৯:০০
১১। আপনি আমার লেখাগুলো ব্লগের মাধ্যমে এখন পর্যন্ত যতটুকু পড়েছেন তার আলোকে নেতিবাচক ও দূর্বল দিকগুলো নিয়ে কিছু বলুন এবং আমাকে অন্তত ৩ টি উপদেশ দিন। (সরাসরি বলতেই হবে, কৌশলে এড়ালে হবে না)


কৌশলে বললে আসলে অনেক কিছুই বলা হয়।

কবিতার একটা অন্যতম দিক হলো কাব্যময়তা।
শব্দ আর বাক্যের বুনন।
সব কবিই তা করে থাকেন।
এ ক্ষেত্রে আপনিও ব্যতিক্রম নন।
আপনাকে এ পর্যন্ত যা দেখেছি আপনার কবিতার মাঝে হঠাত করেই শেষ করে দেবার প্রবণতা লক্ষ্যনীয়।
আমার কাছে মনে হয়েছে মাঝে মাঝে লেখার সময়ে আপনি খেয়াল করে বসেন কতখানি লিখা হলো (আমি ভুলও হতে পারি)।

লেখার মাঝে সরাসরি কিছু বলতে চান।
যাতে করে সে লাইনের মাঝে কাব্যময়তা আসেনা মাঝে মাঝে।
হয়ে যেতে বসে স্ট্যাটসম্যানের মত।

সবাই বাহ্যিক চোখে যা দেখছে তাই সেভাবে লেখা হয়ে যায় মাঝে মাঝে।
সেক্ষেত্রে লেখাটার মাঝে আকর্ষনটা হঠাতই হারিয়ে যায়।
কোন কোন লেখায় মাঝে মাঝে হঠাত করেই অন্ত্যমিল নিয়ে আসার চেষ্টা করেন।
এতে করে লেখার ভাবের হেরফের হয়ে যায় আরোপিত শব্দের ব্যবহারে।
এক্ষেত্রে আমি আপনার সমকালীন একুশ কবিতাটি নিয়ে আসছি আলোচনায়।
সে কবিতার ২য় লাইনের কথা নিজেই দেখুন আবার।
দেখবেন সেখানে জোর করে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে যার দরকার সেভাবে ছিল না।
অথবা সে কারণেই লেখার সার্বজনীনতা হঠাত করেই হারিয়ে যাচ্ছে!
সে লেখাটা শুরু হয়েছিল একটি সার্বজনীন বিষয় নিয়ে কিন্তু এক লাইনের পরেই বাঁক বদলে হয়ে আসলো অন্য কোন পথে।
হ্যা, কবিতায় পথের দেখা থাকবে কিন্তু কিন্তু তার দায়িত্ব ছেড়ে দিতে হবে কিছুটা পাঠকের জন্যেও।

সমকালীন কবিতা তার পুরোনো বৈশিষ্ট্য থেকে নতুন এক উচ্চতায় পথে এগিয়ে যাচ্ছে ক্রমশ।
আজ আপনি-আমিসহ যারাই লিখছি তার হিসাব মেলাবে কাল এবং মহাকাল।

আমি যদিও তেমন যোগ্যতা রাখিনা ওখানে আলোচনার।
কিন্তু শুধুমাত্র অনুরোধে ঢেঁকি গেলার মত কিছু বলে যাওয়া।

আমি বিশ্বাস করি আপনি যখন লিখছিলেন তখন আপনার নিজস্ব চিন্তা চেতনা তার মাঝে ছিল।
পাঠক হিসাবে যারাই পড়ছিলেন তারাও তাদের মত করে ভাবছিলেন তা।
এখানে আমার এ কথাগুলো একান্তই আমার নিজস্ব।
আমি জানি এখানে আমি ভুল হতে পারি।
তবে বিশ্বাস করি ভুল বললেও এর মাধ্যমে লাভবান হবো আমি-আপনি!

যোগ্যতাহীনের এমন অবার্চীন উক্তির জন্যে ক্ষমাপ্রার্থী!
মোঃ মুজিব উল্লাহ১০ মার্চ ২০১২, ১৯:১৫
আপনার সুন্দর, সংক্ষিপ্ত আলোচনায় অনেক কিছু জানলাম কবির ভাই। বিষয়গুলো নিয়ে আমি আরো গভীরভাবে ভেবে ভবিষ্যতের জন্য আরো সতর্ক থাকব।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৯:২৭
মুজিব ভাই, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বিষয়টি নিয়েছেন বলে।
এক্ষেত্রে সবাই আসলে নিজের গুণের ব্যাপারটি দেখতে চায়।
এটা নিয়ে আমি দোষের কিছু দেখিনা।
কিন্তু আমি-আপনি যখন সব কিছু থেকেই কিছু না কিছু শিখছি তখন আমি শেখতে চাই সব কিছু থেকেই।
আপনার এ প্রশ্ন আর আমার উত্তর থেকে আমি কি বলে গেলাম তা আসল কথা নয়।
এটা আমার নিজের জন্যে অনেক কাজে লাগবে।
আমি একটা সময়ে খুব তাড়াহুড়ো করলাম লিখতে বসার সময়েই।
তাই মাঝে মাঝে বুদ্ধিভিত্তিক লেখা লিখা হয়ে যেত।
পরে যখন বুঝতে পারলাম বুদ্ধিভিত্তিক লেখার মাঝে কোন মাহাত্ম্য নেই তখনই সরে আসলাম।
আমি এখন সে লেখাগুলোকে সরিয়ে নিয়েছি সব জায়গা থেকে।
কারণ বুদ্ধিভিত্তিক লেখা যে কোন লেখকের ভবিষ্যতের পথে বাঁধা হয়ে দাড়ায়।


আবারো ধন্যবাদ।
সাজ্জাদ হোসাইন ১০ মার্চ ২০১২, ১৮:৪১
জি,আমি অনেক ভালো আছি।

আপনার এই কবিতা টা সত্যি এই হৃদয় কে ছুঁয়ে দেয়। একটা অনুভূতি দোল খায়।

আপনাকে অনেক ধন্যবাদ।
এমন সুন্দর কবিতা আমার সাথে শেয়ার করার জন্য মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৯:০৩
আবারো ধন্যবাদ প্রিয়।
লেখাটা আমার ৩য় বইয়েও নিয়েছি।
অনেক আগে ব্লগে দিয়েছিলাম।
আমার ভালো লেগেছিল সে কবিতা নিয়ে একটা আলাদা পোস্ট এসেছিল আলোচনয়ার।
অনেকেই বলেছিল তা যেন আমার বইয়ের শেষ অথবা প্রথম কবিতা হয়।
এটা অবশ্য শেষ অথবা প্রথম কোনভাবেই না আসলেও বইয়ের মাঝে আছে।
জিনজির১০ মার্চ ২০১২, ১৮:৪৯
কবির য়াহমদ ভাই আমার সালাম র‍ইল আপনার প্রতি। আমি এই ব্লগে নতুন। মাত্র দুই মাস তেইশ দিন। আপনার সাথে আমার ‍পরিচয় নেই। আপনার ব্লগ বাড়ী ঘুরলাম। ঘুরে মনে হল আপনি অনেক বুদ্ধিমান এবং রসঅলা মানুষ। জীবনকে ভিন্ন ভাবে দেখেন এবং আনন্দ পান। তাই সাহস করে একটা ভিন্ন প্রশ্ন করছি। এবং এটা কোন হট সিটে আমার প্রশ্নও বটে!

আমার প্রশ্ন, সব মানুষের সাধারণত হাত থাকে দুইটা! কিন্তু ফাকিবাজ মানুষের হাত তিনটা! ডান হাত, বাম হাত এবং তৃতীয়তা.....................?

আমি সেই তিন নম্বর হাতটার নাম জানতে চাচ্ছি। আশা করছি আপনি সুন্দর উত্তর দিবেন। যদি ভুল করে আপনাকে বিব্রত করে থাকি তবে ক্ষমা চাচ্ছি।

ভাল থাকুন, সুখে থাকুন। আপনার জীবন মঙ্গলময় হোক এই কামনা রইল। ধন্যবাদ।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৯:১৪
আপনাকে ধন্যবাদ ভাই।
সালাম নেবেন।
বুদ্ধিমান আর রসঅলা মানুষ বলে সেভাবে মনে করিনা।
তবে সব কিছুই এঞ্জয় করতে ভাল লাগে।

মানুষের ডান, বাম হাতের বাইরে যে বিষয়ের কথা সবাই বলে তা হলো অজুহাত!

অজুহাত নামীয় হাত অনেক বেশি শক্তিশালী।

আমার এক বন্ধু আছে তার কিন্তু চার চারটে হাত!
ডান হাত, বাম হাত, অজুহাত এবং চতুর্থ হাতের নাম রাহাত!
তার নিজের নাম রাহাত বলে সে চার হাতের মানুষ!


বিব্রতের কিছুই নাই।
আপনার প্রশ্নটি অনেক ভাল লাগল।
শুভকামনা জানবেন
জিনজির১১ মার্চ ২০১২, ১২:০৬
আপনার অসাধারণ বুদ্ধিদিপ্ত উত্তরে আমি মহা আনন্দিত। ভাই আমার কাছে মনে হল আপনি মহাজ্ঞানী। এমন সুন্দর করে উত্তর দিলেন মনটা ভরে গেল। আপনার প্রতি অনেক অনেক শুভ কামনা রইল। ভাল থাকুন। সুখে থাকুন। ধন্যবাদ।
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:০৪
ক্ষুদ্র মানুষকে এমন অভিধা দিলে লজ্জ্বাই পেতেই হয়।

শুভকামনা আবারো।
সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল)১০ মার্চ ২০১২, ১৯:১৫


শুভেচ্ছা এবং শুভ কামনা।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৯:১৯
ধন্যবাদ শুভেচ্ছা আর শুভকামনা প্রিয়।
নাসির আহমেদ কাবুল১০ মার্চ ২০১২, ১৯:৫১
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
সপ্তাহে অন্তত একটি দিন না হয় প্রথম আ ব্লগে আসুন।
কেন দূরে থাকেন, কীভাবে?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ১৯:৫৫
অনেক ধন্যবাদ কাবুল ভাই।
আপনার এ ভালোবাসার আহ্বান সাড়া না দেবার সাধ্য আমার নাই।
তবে মাঝে মাঝে আসি না তা নয়।
আবারো আসছি তবে একদিন নয় প্রায় প্রতিদিনই- বলে দিলাম।

শুভকামনা আর ভালোবাসা জানবেন
মোহাম্মাদ আব্দুলহাক১০ মার্চ ২০১২, ২০:০৭
ভাইসাব ভালা আছিইন্নি?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২০:০৯
ভালা আছি।
\আপনে কিতা ভালানি?
মোহাম্মাদ আব্দুলহাক১০ মার্চ ২০১২, ২০:১১
ভালাছি বা।

আমিতো ৮ তারিখ লগিন করছিলাম।

আমার লগে মাত্তে কিলা কিলা লাগের নায় নি?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২০:১৩
আমি ভাই গরীব মানুষ।

আপনে কিতা দেশো আইরা উইরা নি?
মোহাম্মাদ আব্দুলহাক১০ মার্চ ২০১২, ২০:২৯
আমি দেশো আইয়া কিতা করতাম বা।

ওবা কিছু টেকা ব্যাংক আছি, কয় আমার একাউন্ড বুলে ইনঅপারেটিভ ওইগিছে।


আমি বোম মারাইলিমু!!!

কিতা করতাও বুঝাই কও?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২০:৩৪
কোন ব্যাংক?
মনে হয়ে একাউন্ট ডরমেন্ট হয়েছে।
একটা এপ্লিকেশন করলেউ ঠিক হইযাবে।
মোহাম্মাদ আব্দুলহাক১০ মার্চ ২০১২, ২০:৪০
ন্যাশনাল ব্যাংক।

এপলিকেশ কিলা করতাম েত বা। কয় লন্ডন ঠিকানা বুলে ব্যবহার করতা পারতাম নায়। দেশে চিঠি গেলে আমি পাইমু কিলা।


কাব্যকলাত অংশ গ্রহন করছইন না নায়নি?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২০:৪২
এখন একটা কাজ করা যায় আপনি এপ্লিকেশন দেশে পাঠাইয়া।
যে হাঁতে করে ব্যাংক নেবে তাকে কিছু টাকা জমা করতে কইলেই একটিভ হইযাইবো।


কব্যকলাত কিতা?
মোহাম্মাদ আব্দুলহাক১০ মার্চ ২০১২, ২০:৪৪
বুঝছি।
তারার লগে মাইত্তা কিছু টেকা পাঠাইদিমুনে।

উপন্যাস লেখা ওর।

কাব্যকলা
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২০:৪৮
ওকে পড়মু তাহলে।
আফসার নিজাম১০ মার্চ ২০১২, ২০:২৮
প্রথমেই কবিরকে জানাই মোবারকবাদ

জীবন সম্পর্কে আপনার বয়ান কি?
এ জীবন ...
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২০:৩৬
জীবন হল নদীর মতোই।
ক্রমাগত তার ছুটে চলা।


শুভকামনা জানবেন
নীলসাধু১০ মার্চ ২০১২, ২১:১৮
অভিনন্দন -
আজকের অতিথির প্রশ্নের বুদ্দিদীপ্ত শিক্ষণীয় উত্তরে এই হট সিটের পর্বটি বিশেষ মাত্রা পেলো বলে মনে করছি।

ধন্যবাদ কবির
ভালোবাসা সহ-
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২১:৩৪
অনেক ধন্যবাদ নীল ভাই।
আমি সাধ্যমত চেষ্টা করেছি যাতে করে মানসম্মত উত্তর হয়।


শুভকামনা জানবেন
ঈশিতা জুলিয়া১০ মার্চ ২০১২, ২১:২৬
কবির ভাইয়া কেমন আছেন? হটসিট কেমন কাটছে?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২১:৩৬
ভালো আছি।
কেমন আছেন ঈশিতা?

হটসিট এর আগে একবার বি জে লাইভ আড্ডায় ছিলাম প্রথম আলোব্লগে।
ভালো লাগলো হটসিট।

শুভকামনা
ঈশিতা জুলিয়া১০ মার্চ ২০১২, ২১:৫৫
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।

আমি বি।জে লাইফ আড্ডার পর্বগুলো পড়তাম। খুব ভালো লাগতো।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২১:৫৭
হ্যা অনেকগুলো পর্ব ছিল ওখানে।
আমিও ছিলাম নিয়মিত সেখানে
নুসরাত জাহান আজমি১০ মার্চ ২০১২, ২১:২৯
ইস-রে,,,,দেরি কইরা ফেললাম...জামে ছিলাম..

যাই হোক,,প্রশ্ন আর উত্তর গুলা পড়তে বেশ ভাল লেগেছে...

শুভ কামনা রইল....
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২১:৩৭
ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্যে
আলইমরান ১০ মার্চ ২০১২, ২১:৫০
তেপান্তরের রূপান্তর, হচ্ছে সদাই দেশান্তর
মন্দ ভালোর মাপকাঠিতে হচ্ছে সদাই মতান্তর।



এই লাইন দুটি ব্যাখ্যা করুন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২১:৫৬
তেপান্তরের রূপান্তর, হচ্ছে সদাই দেশান্তর
মন্দ ভালোর মাপকাঠিতে হচ্ছে সদাই মতান্তর।



মতে মতে মত পেরিয়ে দেশে দেশে বদলে সব
কে বা আছে যাচাই করে বাসায় ফেরায় ফুলের টব!
আলইমরান ১০ মার্চ ২০১২, ২২:০৩
পছন হইছে। চমৎকার।
ঈশিতা জুলিয়া১০ মার্চ ২০১২, ২২:০২
আচ্ছা ভাইয়া, মন খারাপ হলে কি করেন?
এমন কোনো বিশেষ মানুষ কি আছে যার সাথে সব কথা শেয়ার করতে পারেন?
ঈশিতা জুলিয়া১০ মার্চ ২০১২, ২২:০৪
হটসিটে এমন প্রশ্ন করে মন খারাপ করে দিচ্ছি নাতো?
দিলে বলবেন। ধারা চেঞ্জ করবো।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:০৬
মন খারাপ হলে নিজের উপর কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করে থাকি।
কারণ আমি জানি মন খারাপের ব্যাপারটি আসলে সংক্রামক।
একজনের মন খারাপ হলে হলে কাছাকাছি থাকা মানুষদের মাঝেও তা ছড়িয়ে পড়ে।
তাই আমি সচেতনভাবেই এদিকটা খেয়াল করে থাকি সব সময়েই।

মন খারাপের ব্যাপারটি আসলে সেভাবে বিস্তৃত হতে দিইনা।
নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি সময়েই।
তাই শেয়ারের বিষয় পর্যন্ত গড়ায় না!
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:০৭
না না না কোন সমস্যা নাই।
আলইমরান ১০ মার্চ ২০১২, ২২:০৮
প্রশ্ন কন্যা চলে এসেছে। এবার আর আপনার প্রশ্নের অভাব হবে না।
ঈশিতা জুলিয়া১০ মার্চ ২০১২, ২২:১৩
আপনাকে খুব ভাগ্যবান মনে হচ্ছে!!!
এমনটা সবাই পারে না।

আমাকে এখন যেতে হচ্ছে।
ইনশাল্লাহ্‌ পরে আসবো কবির ভাইয়া।

@ইমরান ভাইয়াঃ এসেছিলাম কিন্তু থাকতে পারছি না
পরে আসবো ইনশাল্লাহ্‌
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:২০
হ্যাঁ আল ইমরান অনেক ভাগ্যবান।
শুভকামনা
খোরশেদুল আলম১০ মার্চ ২০১২, ২২:০৩
দ্যা হট সিটে শুভেচ্ছা ও অভিনন্দন কবির ভাই।
শুভ হোক আপনার পথচলা।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:০৭
আপনাকে ধন্যবাদ আর শুভকামনা
আলইমরান ১০ মার্চ ২০১২, ২২:০৪
সুশীল ভাবের বর্ণমালা, কল্পনারই কর্মশালা
নীরবতার নিশ্চুপতা, অকাল প্রয়ান পঙ্কিলতা


এইবার এই দুইটা লাইন ব্যাখ্যা করেন।
ঈশিতা জুলিয়া১০ মার্চ ২০১২, ২২:০৫
এতো ব্যাখ্যা চাওয়া দেখে ক্লাস টেস্টের কথা মনে পরে গেলো

কেমন আছেন ইমরান ভাইয়া?
আলইমরান ১০ মার্চ ২০১২, ২২:০৭
এইত ভালো। এই লাইনগুলো আমি লিখেছি আমার ছোট্ট ভাবনা সিরিজের জন্য। প্রায় সবাইকে আমি এর ব্যাখ্যা জিগ্যেস করি। সবার গভীর ব্যাখ্যা শুনে আমার খুব ভালো লাগে।
ঈশিতা জুলিয়া১০ মার্চ ২০১২, ২২:০৯
ব্যাপারটা খুব মজার
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:১১
সুশীল ভাবের বর্ণমালা, কল্পনারই কর্মশালা
নীরবতার নিশ্চুপতা, অকাল প্রয়ান পঙ্কিলতা


আঁতকে উঠে বিষের খনি, বিভ্রমেরই দায়
চুপ হয়ে যায় বাকি সবে, লূটায় ধরার পা'য়!
আলইমরান ১০ মার্চ ২০১২, ২২:১৩
এইবারও পছন হইছে। আমি ধীরে ধীরে আসক্ত হচ্ছি। আর দিমু নাকি?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:১৭
আমি ব্যাখ্যাগুলো অন্যভাবে দিতে চেষ্টা করলাম!
স্বপ্ন আসক্ত১০ মার্চ ২০১২, ২২:১৭
নাম না জানা কোন মনমোহিনী জংলী ফুলের শুভেচ্ছা।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:১৯
সে নাম না জানার নাম একটা জানা হয়ে গেছে কারণ তার আসল নাম ফুল

অনেক ধন্যবাদ আর শুভকামনা
আলইমরান ১০ মার্চ ২০১২, ২২:২১
অম্লমধুর, অর্থে সুদুর, মৌনতারই ভাব
মাথায় এখন পড়ছে এসে চতুর্মুখী চাপ।


ব্যাখ্যা চাই।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:৩১
অম্লমধুর, অর্থে সুদুর, মৌনতারই ভাব
মাথায় এখন পড়ছে এসে চতুর্মুখী চাপ।


আলতো করে যাচ্ছে ছুঁয়ে, সহজ-কঠিন করে
পার-ওপারে বইছে হাওয়া; তীব্র ঘূর্ণিঝড়ে!
আলইমরান ১০ মার্চ ২০১২, ২২:৩৩
কবির ভাই, ব্যাখ্যা তো জনসাধারণের বুঝের বাইরে চলে যাচ্ছে। আরেকটু সহজ করেন।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:৩৭
কবিতার ব্যাখ্যা সেভাবে দেয়ার চেষ্টা আর কি।
তবে আপনার লেখার সাথে আমার উত্তরের মিল খুঁজে পাবেন।
রিপন ঘোষ১০ মার্চ ২০১২, ২২:২৭
অভিনন্দন প্রিয় কবির ভাই। কফি কি এখানেই খাওয়াবেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২২:৩২
 
দুঃসাহসী টিনটিন১০ মার্চ ২০১২, ২২:৩৩
আমাদের জন্য সুসংবাদ | এখন আমরা AlertPay পেমেন্ট সিস্টেমের সঙ্গে কাজ শুরু করছি + Moneybook2u.Com একটি সামাজিক প্ল্যাটফর্ম - আপনি যোগ দিতে পারেন . Now We Officially Support AlertPay Payment Gateway. We Only Accept Payment For Our Referral User. Please Signup For Alertpay using Our Referral URL is. Visit : https://moneybook2u.com/pages/payment










Moneybook2u.Com একটি সামাজিক প্ল্যাটফর্ম – আপনি যোগ দিতে পারেন. Moneybook2u.Com ব্যবহার করে আমরা Google প্লাস, ফেইসবুক, টুইটার এবং সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট থেকে টাকা আয় করা খুব সহজেই করতে পারেন.Moneybook2u.Com একটি সামাজিক প্ল্যাটফর্ম যা মানুষকে ইন্টারনেট থেকে টাকা আয় করতে সাহায্য করে.আপনি যোগ দিতে পারেন + বৈধ উপায় অনলাইন থেকে টাকা উপার্জন.

কিভাবে? মনে প্রশ্ন? কত টাকা দেওয়া হবে? Visit here : How it Works

আমরা এই বিশ্বের সব প্রধান সার্চ ইঞ্জিন জমা আপনার প্রবন্ধ হবে

সুতরাং, আপনি সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাবেন + আপনি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট থেকে ভিজিটর পাবেন

উল্লেখ্য অনুগ্রহপূর্বক: প্রবন্ধ ইংরেজি ভাষা লিখো হবে

বাংলাদেশের ব্যবহারকারীর জন্য একটি আমন্ত্রণ Join Us
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:০৫
এই কমেন্ট আশা করিনি।
নীল ভাইকে অনুরধ জানাব এটা মুছে দেয়ার জন্যে।
শাহিদুল হক১০ মার্চ ২০১২, ২৩:০৫
বিলম্বের জন্য কৈফিয়ত-
সকালে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। তারপর দুপুরে এসে বেশ কয়েকবার লগইন করতে চেষ্টা করেও সফল হয় নি। বার বার বলা হয়েছে পাসওয়ার্ড রং। তাই আবার পিকনিকে গিয়ে যোগদান করি। যে কারণে বিলম্ব ।
বিলম্বে হলেও কবির য়াহমদ ভাইকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে নীল সাধু ভাইয়ের প্রতিও শুভেচ্ছা রইল।
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:২৪
ধন্যবাদ আর শ্রদ্ধা শাহিদুল হক ভাই।
শুভকামনা জানবেন
শাহিদুল হক১০ মার্চ ২০১২, ২৩:১২
এ পর্যন্ত প্রশ্নগুলো ও উত্তরসমূহ পড়লাম। বেশ ভাল লাগলই
আমি কোন প্রশ্ন করতে চাচ্ছি না, আবার না করলেও বেমানান লাগে। তাই জানতে চাচ্ছি আপনি একব্যক্তির একাধিক ভেক আইডি ব্যবাহাটারকে আত্মপ্রবঞ্চনা এবং অন্যদের সাথে প্রতারণা হিসেবে দেখেন কি না ?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:২৬
অনেকে যারা এসব আইডি নেতিবাচক অর্থে ব্যবহার করে থাকে তাদের প্রতি করুণা করি।
ওরা অসুস্থ!
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ২৩:১৫
কবির ভাই, আপনি কি রাতে আসবেন আরেকবার?
আমি কিন্তু প্রশ্ন একটাও করি নাই।
করবো বলিয়া মনস্থ করিয়াছি----------------
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:২৬
আছি ত অনলাইনে।
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ২৩:৩৮
আমার জানতে চাওয়া হাজির হচ্ছে। বে রাকখি। আমার কোনো তাড়া নেই।
ধীরে সুস্থে জবাব দিলেও চলবে। ঠিক আছে?

এক,

প্রতিটি মানুষেরই স্বতন্ত্র একটি স্বপ্ন থাকে। সে চায় আমি অন্য থেকে একটু ব্যতিক্রম হই।
আমার ধারণা যদি ভুল না হয়, আপনারও তেমন কিছু থাকবার কথা।
যদি থাকে--------------- কী সেটা??
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:৪৪
প্রতিটি মানুষেরই স্বতন্ত্র একটি স্বপ্ন থাকে। সে চায় আমি অন্য থেকে একটু ব্যতিক্রম হই।
আমার ধারণা যদি ভুল না হয়, আপনারও তেমন কিছু থাকবার কথা।
যদি থাকে--------------- কী সেটা??



মানুষের স্বতন্ত্র চাওয়ার মতো আমারও চাওয়ার আছে নিজের কাছে।
প্রথম চাওয়া নিজের পরিবারের কাছে একজন আদর্শ মানুষ হয়ে যাওয়া।
পরিবারের কাছে আদর্শ হয়ে উঠলে সমাজ আর দেশের কাছে আদর্শ থাকা হয় বলেই আমার মনে হয়।

নিজে খুব সাধারণ মানুষ হিসেবে নিজেকে একজন সৎ মানুষ হিসেবে দেখে যেতে চাই।
এর বাইরে আমার আর কিছুই চাওয়ার নেই।
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ২৩:৪৬
চমতকার বলেছেন, নিন খেয়ে রেডি হন।
আমি পান ন্মুখে দিয়ে আবার আসছি----------------------
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:০১
পান খাইয়া মুখ লাল করেই আসুন।
রশীদ জামীল১১ মার্চ ২০১২, ০০:২২
দুই

জীবন থেকে পালাতে চায় মানুষ! আমি কারো কারো কথা বলছি। মানুষ একই সাথে একা থাকতে চায় আবার আলাদাও। মানুষ নিজেকে খোঁজে ফিরে প্রতিনিয়ত।
ফিরে পেতে চায় নিজেকে, আমার প্রশ্ন-

আপনি কি আপনাকে খোঁজে পেয়েছেন??
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:৩১
আপনি কি আপনাকে খোঁজে পেয়েছেন??


সেক্সপিয়রের সে আহ্বানের কথা মনে আছে খুব নো দাঈ সেলফ!
উপনিষদের মুনি-ঋষিদের কথা ছিল আত্মনং বিদ্ধি মানে ‘নিজেকে জানো’।
রবীন্দ্রনাথ বলেছিলেন বলেছিলেন ক্ষ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর অর্থাৎ মানুষ নিজের আত্মাকে খুঁজে বেড়ায় নিজেকে চেনার জন্য।
তারা সবাই যখন একই কথাই বলেছিলেন নিজেকে জানার জন্যে।
আর আমি ত কোন ছার!
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:৩৪
সেক্সপিয়রের সে আহ্বানের কথা মনে আছে খুব নো দাঈ সেলফ!

সক্রেটিস হবে
রশীদ জামীল১১ মার্চ ২০১২, ০০:৪১
বাহ!!! সালাম কবি।

নাম্বার তিন
কবিতা লিখতে অনেক আনুষাঙ্গিক ব্যাপার-সেপার জানতে লাগে। মাত্রা, তাল, বিত্ত, ছন্দ, অন্ত-------আরো কী কী জানি! জানা নেই আমার। আমার প্রশ্ন হল-

কবিতা কাকে বলে?

জানার জন্যই জিজ্ঞেস করা, নিচক জানার জন্য!
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:৫১
কবিতা কাকে বলে?

এক কথায় আসলে কবিতা নিয়ে বলা খুব কঠিন।
আর আমার মতো ক্ষুদ্রজ্ঞানের মানুষের জন্যে অসম্ভব এক ব্যাপার বৈকি!
কবিতা নিয়ে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে খুব বেশি ভাবতে পারিনা।
তবে মনে করি কবিতা হচ্ছে একটা সহজাত আকুতির নাম।
যেখানে একটা ক্ষুদ্র উচ্চারণ গিয়ে থামে আকাশ-বাতাসে।
যাকে দেখা যায় অথবা দেখা যায়না।

কবির কলমের আগা দিয়ে যা বের হয় তা যদি স্বকালে বসে মহাকালের স্বর শুনিয়ে যায় তবে তা কবিতা হলেও হতে পারে।
এখানে আমি নিজে খুব বেশি বলতে পারছিনা কারণ সময় আর পরিসরের সীমাবদ্ধতা।
অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন।
এ নিয়ে আগামীতে কিছু একটা লেখার আশাবাদ জানিয়ে যাচ্ছি।
রশীদ জামীল১১ মার্চ ২০১২, ০১:২৪
কবিতা হচ্ছে একটা সহজাত আকুতির নাম।
যেখানে একটা ক্ষুদ্র উচ্চারণ গিয়ে থামে আকাশ-বাতাসে।
যাকে দেখা যায় অথবা দেখা যায়না।


বিয়াক্যা পশন্দ লাগসে---------

আগামীর দিকেই চেয়ে থাকছি।
আজ রাতের মত বিশ্রাম নিন কবির ভাই।
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:০৬
ধন্যবাদ আবারো।
মো: নাদিম হোসেন১০ মার্চ ২০১২, ২৩:১৮
হটসিটে শুভেচ্ছা........
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:২৭
আপনাকে ধন্যবাদ।
আশরাফুল কবীর১০ মার্চ ২০১২, ২৩:২৮
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে?
দেখে যেন মনে হয় চিনি উহারে...


#উহাকে কি চিনতে পেরেছেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:৩২
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে---
দেখে যেন মনে হয় চিনি উহারে


সোনারতরী

আমার অসম্ভব প্রিয়
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০১:০৬
সোনারতরী
রবীন্দ্রনাথ ঠাকুর



গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান-কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা--
কাটিতে কাটিতে ধান এল বরষা॥

একখানি ছোটো খেত, আমি একেলা---
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসী-মাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা---
এপারেতে ছোটো খেত, আমি একেলা॥

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে---
দেখে যেন মনে হয় চিনি উহারে॥

ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে?
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও---
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে॥

যত চাও তত লও তরণী-পরে।
আর আছে?--- আর নাই, দিয়েছি ভরে॥
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে---
এখন আমারে লহো করুণা ক'রে॥

ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহি নু পড়ি---
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী॥
সাইফ ভূঁইয়া১০ মার্চ ২০১২, ২৩:৩৬
প্রিয় প্রিয় কবির য়াহমেদ আপনাকে হটসীটে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে নীলসাধুকে শুভেচ্ছা।
আশরাফুল কবীর১০ মার্চ ২০১২, ২৩:৩৮
#প্রিয় সাইফ ভাইকে ভালবাসা জানাচ্ছি...
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:৪৫
আপনাকে ধন্যবাদ সাইফ ভাই।
সাইফ ভূঁইয়া১০ মার্চ ২০১২, ২৩:৪৬
ওহ! প্রিয় আশরাফুল কবীর ভাই, ভালবাসার টানে বন্ধুর নোটবুক থেকে বাংলা try করছি।
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ২৩:৪৭
-----------------
সাইফ ভূঁইয়া১০ মার্চ ২০১২, ২৩:৪৮
কবির য়াহমদ
আশরাফুল কবীর১০ মার্চ ২০১২, ২৩:৪৮
 
সাইফ ভূঁইয়া১০ মার্চ ২০১২, ২৩:৫৪
@রশীদ জামীল
রশীদ জামীল১০ মার্চ ২০১২, ২৩:৫৬
 
সাইফ ভূঁইয়া১০ মার্চ ২০১২, ২৩:৫৮
রশীদ জামীল
সাইফ ভূঁইয়া১১ মার্চ ২০১২, ০০:০১
ছোট ভাই কান্দে না ,,, আমি সময় মত ঠিক হাজির হব" হাহাহাহাহাহাহা
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:০৩
 
সাইফ ভূঁইয়া১০ মার্চ ২০১২, ২৩:৪০
আপনার অনুভূতির কথা বলুন, ব্লগে সাহিত্য চর্চা কতখানি সফল, ব্লগকে পাঠক প্রিয় করার জন্য কি কি বিষয়ের উপর নজর দেয়া উচিত বলে আপনি মনে করেন?
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:৫৮
আপনার অনুভূতির কথা বলুন, ব্লগে সাহিত্য চর্চা কতখানি সফল, ব্লগকে পাঠক প্রিয় করার জন্য কি কি বিষয়ের উপর নজর দেয়া উচিত বলে আপনি মনে করেন?

সাহিত্য চর্চার মাধ্যম হিসেবে যদি আমরা প্রথমেই ব্লগকেই ধরে নিই তাহলে একটা প্রশ্ন আসবে আমরা কী শুধুমাত্র ব্লগের জন্যেই লিখছি।
এখানে খুব ছোট্ট একটি ব্যাখ্যা আমি দেবার চেষ্টা করব।
আমি মনে করি চর্চা নিজস্ব ব্যাপার।
আর প্রকাশ হতে পারে ব্লগ বা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে।
ভাবা যেতে পারে একই কথা হলো।
কিন্তু মনে করি এখানে যে খুব ছোট্ট একটা ব্যাপার থাকে সেটাই আসলে আমাদের সাহিত্য চর্চার জন্যে অনেক বড় উপলক্ষ্য হিসেবে কাজ করে।
আম-আপনি যা লিখছি তার একটা সময়ে এসে ব্লগে আসছে।
পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা নিজেরা লাভবান হচ্ছি কিন্তু এর জন্যে যে বাড়তি পরিশ্রম হচ্ছে তা একান্ত নিজস্ব।
এখানে ব্লগ একটা প্ল্যাটফরম আর আমরা নিজেরা নিজেদের অনুপ্রেরণা।
তাই চর্চার মাধ্যম হিসেবে ব্লগকে না দেখে আমি ব্যক্তিগতভাবে প্রকাশমাধ্যম হিসেবে ব্লগকেই দেখতে চাচ্ছি।
এটা যদি কার্যকভাবে করা সম্ভব হয়ে উঠে তবে আমি মনে করি ব্লগ মাধ্যম লেখার প্রকাশ মাধ্যম হিসেবে সফল হতে পারে।

ব্লগকে পাঠকপ্রিয় করার জন্যে সবার ব্লগে সবাইকে যাওয়া উচিত।
ভিন্ন ভিন্ন বিষয়ের লেখা আসার পথকে উৎসাহিত করতে হবে।
এটা আসবে তখনই যখন আমরা নিজেরা অন্যের লেখা পাঠের প্রতি অধিক মনোযোগি হতে পারব।
কর্তৃপক্ষ যখন এর জন্যে সর্বোচ্চ সুযোগ প্রদানের ব্যাপারটি নিশ্চিত করবেন।
সর্বোপরি একটি সুস্থ ব্লগিং পরিবেশ গড়ে উঠবে।
সাইফ ভূঁইয়া১১ মার্চ ২০১২, ০০:২৩
কবির য়াহমদ
ঈশিতা জুলিয়া১১ মার্চ ২০১২, ০০:৩৯
কবির ভাইয়া, জটিল বলেছেন
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:৪৪
ধন্যবাদ সাইফ ভাই ও ঈশিতা।
হাসিররাজা১০ মার্চ ২০১২, ২৩:৪৩
সেলাম দাদা, কিবা আছান স্যাস পর্যন্ত? আমি কইল খারাপ নাই,
কবির য়াহমদ১০ মার্চ ২০১২, ২৩:৫৯
সালাম আপনাকে।
ভালোবাসায় ভালো থাকুন।
সানশাইন ১১ মার্চ ২০১২, ০০:০১
কবির য়াহমদকে অনেক শুভেচ্ছা


এবং নীলসাধুকেও!
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:০৩
শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্যে
সানশাইন ১১ মার্চ ২০১২, ০০:০৩
নীলসাধুকেও...
নীলসাধু১১ মার্চ ২০১২, ১২:২৮
 
শাকিলা তুবা১১ মার্চ ২০১২, ০০:৩৬
প্রথমেই নীলসাধু'কে সাধুবাদ জানাই সুন্দর উদ্যোগটির জন্যে। আর ব্লগার কবির য়াহমদের জন্যেও রইল শুভেচ্ছা। এখন একটা প্রশ্ন করি---ভাই কবির য়াহমদ আমাকে কেউ কোন প্রশ্ন করলে উত্তর দিতে কতবার যে ভাবি, মনে হয় কি বলি বা কে মনে করবে ইত্যাদি। আজ এই যে উত্তর দিচ্ছেন আপনারো কি ভয় ভয় লাগছে না?
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০০:৪২
সত্যি কথা বলতে কী ভয় লাগছেনা না মোটেও।
আর খুব সময় নিয়েও যে উত্তর দিচ্ছি তাও নয়।
কিন্তু আমি জানি আমি কী লিখছি এবং কিভাবে সবাইকে এটেন্ড করছি।
এও জানি যা লিখছি তা সময়ের কাছে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে দলিল হিসেবে।
এখানে আমার কোন কমেন্ট মুছার এবং পরিবর্তনের সুযোগও নেই।
একই সাথে আমি ব্লগিংও করছি প্রথম আলো, অন্তরনামা ও চতুর্মাত্রিক ব্লগেও!
হা হা হা!

খুব স্বাভাবিকভাবে সবার প্রশ্নের উত্তর বিস্তৃতভাবে দেয়ার চেষ্টাই করে যাচ্ছি।
বলতে পারছিনা ব্যর্থ হয়েছি কী-না!

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের জন্যে।
শুভকামনা জানবেন।
নীলসাধু১১ মার্চ ২০১২, ১২:২৯
 
মোত্তালিব দরবারী১১ মার্চ ২০১২, ০১:০২
যথারীতি বিলম্বে আগমন। কোন প্রশ্ন নয়। শুভেচ্ছা।
কবির য়াহমদ১১ মার্চ ২০১২, ০১:০৪
শুভেচ্ছা আপনাকেও
ঈশিতা জুলিয়া১১ মার্চ ২০১২, ০১:২৪
** কোন লেখকের বই পড়তে বেশী পছন্দ করে?
** আজ পর্যন্ত পড়া শ্রেষ্ঠ বই কোনগুলো?
** কোনো বই পড়ে কি কেঁদেছিলেন? ( বইয়ের নাম, লেখকের নাম পারল উল্লেক করতে হবে)
** বইয়ের কোনো চরিত্রকে আইকন হিসেবে নিতে ইচ্ছে হয়েছিলো কি কখনও?
** ছোটবেলায় কোন বই কিং সিরিজগুল পড়তে ভালো লাগতো?
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:১১
** কোন লেখকের বই পড়তে বেশী পছন্দ করে?

বইয়ের মাঝে সেভাবে পছন্দ-অপছন্দের বিষয় নিয়ে ভাবিনা।
কারণ বই আমার কাছে বইই।

** আজ পর্যন্ত পড়া শ্রেষ্ঠ বই কোনগুলো?

অনেক বই আছে কিন্তু যখনই শেষের কবিতা এর কথা মনে হয় তখন ভাবি এটা কিভাবে সম্ভব হলো লেখা!
** কোনো বই পড়ে কি কেঁদেছিলেন? ( বইয়ের নাম, লেখকের নাম পারল উল্লেক করতে হবে)

সেভাবে মনে নাই কান্নার বিষয়ে।
** বইয়ের কোনো চরিত্রকে আইকন হিসেবে নিতে ইচ্ছে হয়েছিলো কি কখনও?

কিছু বই ছিল আর আছে যখন যা পড়ি তখনই মজে যাই।
কিন্তু আইকন হিসেবে নিতে চাইনি কারণ এতে করে সে চরিত্রের প্রভাব পড়ে যেতে পারে লেখার উপরে তাই নিতে চাইনি।

** ছোটবেলায় কোন বই কিং সিরিজগুল পড়তে ভালো লাগতো?

ভালোলাগার শেষ নাই।
বীর বাহাদুর বলবল সিং১১ মার্চ ২০১২, ০২:৫৭
একটা প্রশ্ন করার লোভ সামলাইতে পারনাম না!

আপনি কি বিবাহিত? সে যাই হোক,,,,বিবাহিত আর আবিয়াত্তা কবির মাঝে পার্থক্য কি?
জেড এইচ সৈকত১১ মার্চ ২০১২, ১০:২৪
আফনেরে দেইক্কা আমিও আইলাম প্রশ্ন করার জন্য!
আর এই প্রশ্নটার জন্য ধন্যবাদ।
জেড এইচ সৈকত১১ মার্চ ২০১২, ১০:২৬
কোন অবিবাহিত পুরুষ নিজেকে বিবাহিত বলে পরিচয় দেয় আবার কোন কোন বিবাহিত পুরুষ নিজেকে অবিবাহিত পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন- কেন?
নীলসাধু১৬ মার্চ ২০১২, ১৩:১৫
আররে বীর ভাই আর সৈকত দেখি।
কবিরকে জানাতে হবে। কবির মনে হয় মিস করে গেছে।
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:১৩
আপনি কি বিবাহিত? সে যাই হোক,,,,বিবাহিত আর আবিয়াত্তা কবির মাঝে পার্থক্য কি?


বিবাহিতকে বিবাহিত এবং অবিবাহিতকে অবিবাহিত কীনা প্রশ্ন করলে মজা পাওয়া যায় খুব।
এমনই মজা পেলাম।

বীর ভাইকে অনেক অনেক অনেক দিন পর দেখে অনেক অনেক অনেক ভাল লাগল।
ধন্যবাদ আর শুভাকামনা
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:১৫
কোন অবিবাহিত পুরুষ নিজেকে বিবাহিত বলে পরিচয় দেয় আবার কোন কোন বিবাহিত পুরুষ নিজেকে অবিবাহিত পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করেন- কেন?


এটা হতে পারে সে জন্যে যা আগেই আমরা পড়েছিলাম নদীর এ কুল কয় ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস!

অনেক ধন্যবাদ আর ভালোবাসা
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:১৮
ধন্যবাদ নীল ভাই।
আমি আসলে মিস করে গেছি।

শুভকামনা জানবেন।
আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রনের জন্যে।
যারা প্রশ্ন/কমেন্ট করেছেন এবং যারা পড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা।


সবার জন্যে ভালোবাসা অবিরাম
সাহাদুল সুহেদ১১ মার্চ ২০১২, ০৭:৩৮
কবির ভাইক প্রথম ‍কে 'কবি ভাই' ‍হিসেবে ডাকা শুরু করে?

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
জীবন যেখানে যেমন
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:১৬
কবির ভাইক প্রথম ‍কে 'কবি ভাই' ‍হিসেবে ডাকা শুরু করে?


সেটা যে সাহাদুল সুহেদ এ আমি নিশ্চিত।
অনেক ধন্যবাদ প্রিয় সুহেদ।
শুভকামনা আর ভালোবাসা
কামাল উদ্দিন১১ মার্চ ২০১২, ০৮:০১
কেমন আছেন প্রিয় কবির ভাই, কাল সারাদিন রেল লাইন ধরে হেটেছিলাম, তাই আজকে এলাম ।
কবির য়াহমদ১৬ মার্চ ২০১২, ১৪:১৬
অনেক ধন্যবাদ কামাল ভাই।
রেল লাইনে জীবন দোলে তাই রেল লাইন ধরে হাঁটতে অনেক ভালোলাগার আবেশে মন জুড়িয়ে যায়।


শুভকামনা আর ভালোবাসা

 

Back

Search site

একটি ব্যক্তিগত ব্লগ। সব দায় এবং দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব।